Scores

বাধ্যতামূলক করা হচ্ছে এনসিএলে অংশগ্রহণ!

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে আছে জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএলে খেলোয়াড়দের অংশগ্রহণ বাধ্যতামূলক করার বিষয়টিও।

বাধ্যতামূলক করা হচ্ছে এনসিএলে অংশগ্রহণ!বিগত অনেকগুলো বছর ধরে জাতীয় দলের টেস্ট দল সীমিত ওভারের দল থেকে আলাদা। টেস্টে বিশেষায়িত ক্রিকেটারদের নিয়ে লঙ্গার ভার্শনের আন্তর্জাতিক দল গড়া হয় বলে এই ফরম্যাটের দল নিয়ে অতো বেশি ভাবতে হয় না নির্বাচকদের। কিন্তু এবার বোধহয় ভাবার সময় এসেছে।

Also Read - খেলার মাঝেই ভক্তদের সাথে উইলিয়ামসনের জন্মদিন উদযাপন

বিশ্বকাপের মত চ্যাম্পিয়ন খোঁজার লক্ষ্যে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। বিশাল ব্যাপ্তির এই আসরটিতে বাংলাদেশ পা রাখবে আগামী নভেম্বরে, ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার মাধ্যমে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসে যে টেস্ট খেলবে টাইগাররা তা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।

টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলোয়াড়দের কাছ থেকে ভালো পারফরম্যান্স চায় বোর্ড। আর তাই তাদের আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে ধরে নেওয়া হচ্ছে জাতীয় ক্রিকেট লিগকে। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রথম শ্রেণির আসরে সব ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হবে। কমপক্ষে ৭৫ শতাংশ ম্যাচ না খেললে টেস্ট দলে সুযোগ পাবেন না ক্রিকেটাররা!

যদিও বিষয়টি এখনো প্রস্তাবিত। তবে সভায় অনুমোদন পেলে এই কঠিন নিয়মই বাস্তবায়িত হতে পারে। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ভাষ্য- আমরা চাচ্ছি কমপক্ষে ৭৫ শতাংশ ম্যাচে যেন জাতীয় দলের ক্রিকেটাররা খেলে। এ বিষয়ে ঈদের পরেই সভা হবে। সভায় আমরা এটা চূড়ান্ত করব।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

ফাইনালের লড়াইয়ে এগিয়ে গেল ভারত ও নিউজিল্যান্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবলে নেতিবাচক বিষয় চলে আসবে : মুমিনুল

বদলে যাওয়া নিয়মে সর্বোচ্চ পয়েন্ট সত্ত্বেও শীর্ষস্থান হারাল ভারত

বদলে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম!

পাকিস্তান-বাংলাদেশ টেস্ট : আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিসিবি