Scores

বান্ধবীকে ফোন করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন ইশান্ত

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক চড়াই-উৎরাই দেখেছেন ইশান্ত শর্মা। ভারতের জার্সিতে অনেকবার দল থেকে বাদ পড়ে আবার ফিরে এসেছেন। তবে ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের স্মৃতি সহসা ভুলতে পারেন না। সেই ম্যাচ তার বাজে বোলিংয়ের জন্যই হেরেছিল ভারত।

স্যামির কাছে ক্ষমা চেয়েছেন ইশান্ত

সিরিজের তৃতীয় ওয়ানডেতে অজিদের মুখোমুখি হয়েছিল ভারত। যেখানে আগে ব্যাট করে ৩০৩ রান তুলেছিল স্বাগতিকরা। এরপর অস্ট্রেলিয়ার যখন জয়ের জন্য ১৮ বলে প্রয়োজন ৪৪ রান, তখন বল করতে আসেন ইশান্ত। তার ঐ ওভার থেকে ৩০ রান নিয়ে ম্যাচ বের করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার।

Also Read - করোনাকালে আইপিএল: গিটার-তাস রাখার পরামর্শ ব্রেট লি'র


মূলত ইশান্তের সেই হতশ্রী ওভারের কারণেই ম্যাচটা হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। সেই ম্যাচ হারের পর নিজেকে বিশ্বাসঘাতক মনে হতো ইশান্তের। ওই ঘটনার পর বান্ধবীকে ফোন করে বাচ্চাদের মতো কাঁদতেন তিনি। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই কথা।

ইশান্ত বলেন, ‘২০১৩ সালটা আমার জীবনে টার্নিং পয়েন্ট ছিল। ফকনার আমার এক ওভারে ৩০ রান নিয়েছিল। মোহালির ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে যায়। নিজেকে তখন বিশ্বাসঘাতক মনে হচ্ছিল।’

সেই দিনগুলো দুঃস্বপ্নের মতো ছিল ইশান্তের কাছে, ‘আমি আসলে বেশ শক্ত মনের মানুষ। আমার মা বলে আমার চেয়ে শক্ত মনের মানুষ উনি কখনও দেখেননি। কিন্তু ওই ঘটনার পর বান্ধবীকে ফোন করে আমি বাচ্চাদের মতো কেঁদেছিলাম। ওই দিনগুলো আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল।’

‘খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমি ঘুমাতে পারতাম না। কিছু ভালোলাগত না। টিভি খুললেই দেখতাম মানুষ আমাকে নিয়ে সমালোচনা করছে। যা আমায় আরও হতাশ করে তুলেছিল। এখন সেই ঘটনা মনে পড়লে হাসি পায়। সময়টা আমার কাছে ছদ্মবেশে আশীর্বাদ ছিল। কখনও কখনও একটা ধাক্কা ভিতরের আগুনটা জ্বালিয়ে দেয়।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করছেন রশিদ

৬টি কেক কেটে যুবরাজের ‘৬ ছক্কা’র বর্ষপূর্তি উদযাপন

জম্মু-কাশ্মিরে দশটি স্কুল ও ক্রিকেট একাডেমি বানাবেন রায়না

সীমান্ত খুললেও দক্ষিণ আফ্রিকায় ফিরছে না আন্তর্জাতিক ক্রিকেট

জার্গেনসেনের চুক্তি বাড়ল দুই বছর