██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাবরের ফিফটির ‘হ্যাটট্রিক’, পাকিস্তানেরও হারের ‘হ্যাটট্রিক’

ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। ১৬ ছক্কায় ৬২ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন। যেটা কিনা নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

বাবরের ফিফটির ‘হ্যাটট্রিক’, পাকিস্তানেরও হারের ‘হ্যাটট্রিক’

প্রকাশিত হয়েছে - 2024-01-17T11:27:42+06:00

আপডেট হয়েছে - 2024-01-17T11:27:42+06:00

ডানেডিনে নিউজিল্যান্ডের কাছে ৪৫ রানে হেরেছে পাকিস্তান। যে কারণে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক কিউইরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

৬২-বলে-১৩৭-রানের-রেকর্ডগড়া-ইনিংস-খেলেন-ফিন-অ্যালেন

নেতৃত্ব ছাড়ার পর ব্যাট হাতে যেন পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন বাবর আজম। তবে সেই ইনিংস যেন দলের বাকিরা কাজে লাগাতে পারছেন না। বুধবারও ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন। ডানেডিন ইউনিভার্সিটি ওভালে আগে ব্যাটিং পায় নিউজিল্যান্ড।

উইলিয়ামসনের পরিবর্তে একাদশে সুযোগ হয় টিম সেইফার্টের। তবে ওপেনিংয়ে যেন বিধ্বংসী ছিলেন ফিন অ্যালেন। অবশ্য অ্যালেনকে সাহায্য করেছনে পাকিস্তানের বোলাররাও। শাহীন, জামাম, হারিসরা তাঁকে শর্ট বল দিয়েছেন। অ্যালেনও সেটি লুফে নিয়েছেন।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

২৬ বলে ফিফটি হাঁকানোর পর সেঞ্চুরি তুলতে খেলেন আরও ২২ বল। ৪৮ বলে তাঁর দ্বিতীয় টি-টোয়েন্টি শতক পূর্ণ করেন। অবশ্য সেখানেই খ্যান্ত হননি। তাঁর ইনিংসটি নিয়ে গেছেন ১৩৭ রানে। যা কিনা নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। ব্যাট হাতে শুধু এই রেকর্ডই গড়েননি অ্যালেন।

নিউজিল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ১৬টি ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। অতীতে ছিল কোরি অ্যান্ডারসনের (১০)। সেই সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের গড়া রেকর্ডও ভেঙেছেন। অ্যালেনের বাউন্ডারিতেই এসেছে ১১৬ রান, যা কিনা আগে ছিল ৯৬ রান।

অ্যালেনের রেকর্ড গড়া দিনে ২২৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেন চাপে পড়েই উইকেট দিয়ে আসেন। সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ কেউই বড় রান পাননি।

এইদিক দিয়ে ব্যতিক্রম ছিলেন কেবলই বাবর। আগের দুই টি-টোয়েন্টির মতো তৃতীয় ম্যাচেও দেখা পেয়েছেন ফিফটির। ৮ চার ও ১ ছয়ে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে ইশ সোধির বলে আউট হন বাবর।

তাঁর করা রানেই ভর করে ১৭৯ পর্যন্ত তুলতে সক্ষম হয় পাকিস্তান। ফলে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। সেই সঙ্গে দুই ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করে ফেলল কিউইরা।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.