বাবাকে শেষ দেখাও দেখতে পারলেন না সিরাজ
আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করে আবারো জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক লড়াইয়ের জন্য পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে সেখানেই তাকে পেতে হল বাবাকে হারানোর দুঃসংবাদ।

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজের বাবা মোহাম্মদ গাউস অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২০ নভেম্বর) দলের সাথে প্র্যাকটিস সেশন শেষ করে সিরাজ তার বাবার মৃত্যুসংবাদ পান।
সিরাজের ক্রিকেটার হওয়ার পেছনে বড় অবদান তার বাবার। তবে বাবাকে শেষবারের মত দেখতে যেতে পারেননি ২৬ বছর বয়সী ডানহাতি পেসার। অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরলে ভেঙে যাবে তার কোয়ারেন্টিন। ফের অস্ট্রেলিয়ায় ফিরে সরকারি বিধি মেনে কোয়ারেন্টিন পালন করলে ভারত বেশ কিছু ম্যাচে পাবে না সিরাজকে। দেশ ও পেশাদারিত্বের টানে সিরাজকে তাই চোখের জলেই বাবাকে বিদায় বলতে হচ্ছে।
Also Read - পিছিয়ে গেল আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপসিরাজ বলেন, ‘সবসময় আমার বাবা একটা কথাই বলতেন- বাবা, তোমার উচিৎ আমার দেশটাকে গর্বিত করা। আমি অবশ্যই তা করব। আমার ক্রিকেটার হওয়ার জন্য বাবা অটোরিকশা চালিয়ে কী কষ্ট করেছেন আমি জানি। এই খবরটা সত্যি বেদনার। আমার জীবনের সবচেয়ে বড় সমর্থন আমি হারালাম। উনার স্বপ্ন ছিল আমাকে দেশের হয়ে খেলতে দেখবেন, এটা স্বস্তির যে আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম এবং আমার বাবাকে এই তৃপ্তি এনে দিতে পেরেছিলাম।’
সিরাজের বাবা ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। সিরাজ যখন আইপিএল নিয়ে ব্যস্ত, তখন অবশ্য সুস্থ হয়ে একবার বাড়িও ফিরেছিলেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।