Scores

বাবার পর এবার করোনায় আক্রান্ত সাকিবের ‘মা’

কয়েকদিন আগেই বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার বাবার পর করোনা পজিটিভ হলেন তার মা, শিরীন রেজা।

করোনাভাইরাসের প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের উপর। বর্তমান ও সাবেকসহ বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি আক্রান্ত হয়েছেন ক্রিকেটারদের পরিবারের অনেক সদস্যরাও। তেমনি এবার করোনার থাবা পড়েছে সাকিব আল হাসানের পরিবারে। বেশ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা।

Also Read - ভারতের কাছে ফাইনাল ম্যাচ বিক্রি, হতাশ সাঙ্গাকারা!


এবার করোনায় আক্রান্ত হয়েছেন সাকিবের মাও। কয়েকদিন আগেই ফেসবুকে মায়েরা যেন করোনায় আক্রান্ত না হন সেই বিষয়ে পোস্ট করেছিলেন সাকিব। এমনকি মায়েদের খেয়াল রাখার কথাও জানিয়েছিলেন তিনি। অথচ সেই সাকিবের মায়েরই কিনা করোনা পজিটিভ!

কয়েকদিন আগে সাকিবের বাবার শরীরে বেশ কয়েকটি করোনার লক্ষ্মণ থাকলে টেস্ট করান তিনি। এমনকি টেস্ট করাতে হয় সাকিবের মায়েরও। সাকিবের বাবা মাশরুর রেজার লক্ষ্মণ থাকলেও শরীরে কোন লক্ষ্মণ নেই সাকিবের মা, শিরীন রেজা। বর্তমানে দুজনেই আইসোলেশনে রয়েছেন মাগুরায় নিজেদের বাড়িতে।

এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন বলেন, “গত ১৯ জুলাই সাকিবের বাবার করোনা ধরা পড়ে। সতর্কতার জন্য পরদিন তার মায়ের করোনা নমুনা সংগ্রহ করা হয়। তারও করোনা ধরা পড়েছে।”

এদিকে ক্রিকেটারদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের স্পিনার নাজমুল ইসলাম অপু। এমনকি করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজাও। এমনকি আক্রান্ত হয়েছেন তার সহধর্মিণীও। তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বাংলাদেশ দলের এ সফল অধিনায়ক।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

শ্রীলঙ্কা সিরিজের সাথেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেট

বোলিংয়ে পুরনো ছন্দের খোঁজে সাইফউদ্দিন

টেস্ট খেলে ‘স্বপ্নপূরণের’ অপেক্ষায় সাইফউদ্দিন

বিকেএসপিতে আফিফের জন্মদিন উদযাপনে সাকিবরা

ক’রোনায় আক্রান্ত আবু জায়েদ রাহী