Scores

“বাবা, মাঠে এসে তোরে খুঁজেই পাই না”

আবু জায়েদ রাহী এই মাঠে আগেও খেলেছেন। নিজের প্রথম টি-২০ ম্যাচ খেলেছেন এই মাঠে, খেলেছেন বিপিএল। তবে এবারের খেলাটি সবকিছুর চেয়ে আলাদা। নিজের এবং একইসাথে মাঠের অভিষেক টেস্ট বলে কথা!

“বাবা, মাঠে এসে তোরে খুঁজেই পাই না”

তবে সিলেটের ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী রাহীর এই স্মরণীয় দিনে মাঠে ছিলেন না তার মা। সংবাদ সম্মেলনে এটি জানানোর পাশাপাশি কারণও ব্যাখ্যা করেছেন দেশের প্রথম সারির এই পেস বোলার।

গত বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন রাহী। দলের সাথে খেলেছিলেন সিলেটের মাঠেও। মাঠে বসে ছেলের খেলা দেখতে এসেছিলেন রাহীর মা। কিন্তু মাঠে ছেলেকে খুঁজে পেতেই কষ্ট হয়েছে তার। তাই এবার ঘরে বসে টেলিভিশনের পর্দায়ই দেখেছেন ছেলেকে।

Also Read - ৩২০ এর মধ্যে জিম্বাবুয়েকে আটকাতে চায় বাংলাদেশ


রাহী বলেন, বিপিএলের সময় আমার আম্মু এসেছিলেনতখন আম্মু বলছিলেন যেবাবা, আমি টিভিতেই তোর খেলা দেখব; টিভিতে তোরে দেখতে পারি, মাঠে এসে তোরে খুঁজেই পাই না উনি এবার বলেছেনমাঠে আসব না, টিভিতে দেখব; এতো ঝামেলা নিতে পারব না তাই বাসা থেকে কেউ আসেনি।’

সিলেটে খেলা হলে রাহীর কাছে এখন আর টিকেটের আবদার আসে না। বিপিএলে টিকেট চেয়েছিলেন কাছের লোকেরা, ব্যাপারটি রীতিমত চাপ হয়ে উঠেছিল। সেটির বাজে প্রভাব পড়েছিল মাঠের পারফরম্যান্সে। রাহী বলেন, না এখন টিকেটের চাপ নাইমাঝখানে যখন সবাইরে বলছিলাম ভাই খেলতে আসি, টিকেট দেওয়ার জন্য আসি নাসব মিলিয়া আমাকে দুইটা বা পাঁচটা টিকেট দেয়তাইলে আমি কীভাবে টিকেট যোগাড় করে দিবএরপর এই যে শ্রীলঙ্কা সিরিজের সময় থেকে কেউ আর টিকেট চায় না আমার কাছ থেকে।’

নিজের মাটিতে খেলা প্রসঙ্গে রাহী বলেন, সিলেটে আমার টি-২০ অভিষেকদেশের মাটিতে নিজের প্রথম টেস্ট খেলছি এই মাঠেইমাঠেরও এটা অভিষেক টেস্টখেলতে পেরে আমি খুব খুশিউইকেট পেয়ে আরো বেশি আনন্দিতএই মাঠের প্রথম টেস্ট বলটা আমার করা, নাম লেখা থাকবে যে এখানে আমি উইকেট পেয়েছিচেষ্টা করব আরও ভালো করতে।’

আরও পড়ুন: কেন একাদশে এক পেসার, জানালেন রাহী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

“আপনারা ১৫ নম্বর খেলোয়াড় নিয়ে বেশি চিন্তা করছেন”

তাসকিন-রাহী ইস্যুতে ধোঁয়াশাই রাখলেন বোর্ড সভাপতি

বিসিএলে ভালো খেলে দলে ফিরতে চান রাহী

৩২০ এর মধ্যে জিম্বাবুয়েকে আটকাতে চায় বাংলাদেশ

কেন একাদশে এক পেসার, জানালেন রাহী