Scores

বাবা হলেন রুবেল হোসেন

প্রথমবারের মত বাবা হওয়ার অনুভূতি পেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন। রবিবার (১ সেপ্টেম্বর) পৃথিবীর আলো দেখে তার প্রথম সন্তান।

বাবা হলেন রুবেল হোসেন
মায়ের সাথে রুবেল-দোলা দম্পতির ছেলেসন্তান। ছবি: বিডিক্রিকটাইম

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ক্রিকেটীয় ব্যস্ততা থেকে সাময়িক ছুটি নিয়েছিলেন রুবেল। আগস্ট মাসের শেষদিকে তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার অনুমান করা হয়েছিল, তবে সেপ্টেম্বর মাসের প্রথম দিন রুবেল ও তার স্ত্রী সন্তানের বাবা-মা হওয়ার সৌভাগ্য লাভ করেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভূমিষ্ঠ হয় রুবেল-দোলার প্রথম সন্তান।

উল্লেখ্য, রুবেল-দোলা দম্পতির প্রথম সন্তান ছেলেশিশু।

Also Read - বুমরাহর হ্যাটট্রিকে ফলোঅনের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ


২০১৬ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রুবেল ও তার স্ত্রী ইশরাত জাহান দোলা। গত ১০ আগস্ট এক টুইট বার্তায় রুবেল জানান তাদের সন্তান আগমনের শুভ সংবাদ। এর পর থেকেই তার সাথে ক্রিকেট পাড়ারও প্রতীক্ষা ছিল জনপ্রিয় এই দম্পতির প্রথম সন্তান অর্থাৎ জুনিয়র রুবেলের জন্য।


নতুন অতিথির আগমনে রুবেলের পরিবারে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। প্রথম ছেলেসন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রুবেল ও তার স্ত্রী। তারকা এই পেসার অবশ্য আরও কদিন সময় পাচ্ছেন স্ত্রী ও সন্তানের পাশে থাকার জন্য।

রুবেল হোসেন
ছেলে সন্তানের সাথে রুবেল

৫ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট শুরু হবে। রুবেল নেই সেই স্কোয়াডে। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজ শুরুর আগে রুবেলের ক্রিকেটীয় ব্যস্ততা কমই থাকবে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

সন্তান আগমনের অপেক্ষা, ছুটিতে রুবেল

অবশেষে স্ত্রীকে সামনে আনলেন রুবেল