Scores

বাবা হারালেন ওয়াকার ইউনিস

পাকিস্তানের সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের বাবা মারা গেছেন। বাবার মৃ’ত্যুর সংবাদ শুনে নিজ শহর লাহোরে ছুটে গেছেন বিপিএলে সিলেট সিক্সার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করা ওয়াকার। জনপ্রিয় এই ক্রিকেট ব্যক্তিত্ব বর্তমানে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্বরত।

ওয়াকার ইউনিস বিডিক্রিকটাইম
ওয়াকার ইউনিস। ফাইল ছবি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওয়াকারের বাবা মোহাম্মদ ইউনুস। পাঞ্জাবের একটি হাসপাতালে চিকিৎসাও চলছিল। তবে জীবন যুদ্ধে হার মেনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার (১২ সেপ্টেম্বর)।


বাবার মৃ’ত্যু সংবাদ যখন পেলেন, ওয়াকার তখন অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ডে পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে অস্ট্রেলিয়ায় থাকার জন্য কোয়ারেন্টিন পর্ব পালন করছিলেন। সিডনিতে থাকেন তার স্ত্রী-সন্তানেরা।

Also Read - প্রস্তাব পেলে এলপিএলে সাকিবদের এনওসি নিয়ে ভাববে বিসিবি


তবে ওয়াকার পরিবারের সদস্যদের সাথে দেখা না করে, বিলম্ব না করেই ছুটে গেছেন লাহোরে, বাবাকে শেষবারের মত দেখতে।

খ্যাতিমান ক্রিকেটার ওয়াকার ইউনিসের বাবার মৃ’ত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ (পিসিবি) বিভিন্ন মহল। টুইটারেও অনেকে শোক জানাচ্ছেন, ওয়াকারের পরিবারকে জানাচ্ছেন মনোবল শক্ত রাখার আহ্বান।

Related Articles

টি-টোয়েন্টিতে কোহলির সাথে ব্যবধান বাড়ালেন বাবর

তামিমের অর্ধশতক, প্রথম সেশনেই বাংলাদেশের শতরান

টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

অলিম্পিকে দেখা যেতে পারে টি-১০ সংস্করণ