Scores

বায়ু দূষণে বদলে গেল পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু

ক’রোনা মহামারীর কারণে টালমাটাল ক্রিকেট দুনিয়া। স্থবিরতা পেছনে ফেলে পাকিস্তান ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেট শুরু করেছে। এ মাসে দেশটিতে মাঠে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেটও। তবে নতুন করে বাঁধ সেধেছে বায়ু দূষণ।

'ভয়' কাটিয়ে পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে

লাহোরে বায়ু দূষণ ক্রমশ বাড়ছে। আগামী মাসে বায়ু দূষণ আরও বাড়বে। এমন পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ আয়োজন করা দুরূহ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাই লাহোরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।

Also Read - বিসিবির নতুন উদ্যোগকে ম্যাকডারমটের বাহবা


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ভেন্যুও রাওয়ালপিন্ডি। অর্থাৎ, সফরে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ছয়টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে খেলবে জিম্বাবুয়ে। ৩০ অক্টোবর ওয়ানডে সিরিজ শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। সিরিজের বাক দুই ম্যাচ ১ ও ৩ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ৮ ও ১০ নভেম্বর।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘লাহোরের বায়ুর অবস্থা এখন নাজুক, নভেম্বরে আরও নাজুক হতে পারে। তাই আমরা লাহোরের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লজিস্টিক সাপোর্টের কথা বিবেচনা করে দ্রুতই সিদ্ধান্ত নিয়েছি। আমরা খেলোয়াড়-কোচদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারি না।’

একনজরে জিম্বাবুয়ের পাকিস্তান সফরের সূচি 

  • ওয়ানডে সিরিজ
তারিখম্যাচভেন্যু
৩০ অক্টোবর ২০২০১ম ওয়ানডেরাওয়ালপিন্ডি
১ নভেম্বর ২০২০২য় ওয়ানডেরাওয়ালপিন্ডি
৩ নভেম্বর ২০২০৩য় ওয়ানডেরাওয়ালপিন্ডি

 

  • টি-টোয়েন্টি সিরিজ
তারিখম্যাচভেন্যু
৭ নভেম্বর ২০২০১ম টি-টোয়েন্টিরাওয়ালপিন্ডি
৮ নভেম্বর ২০২০২য় টি-টোয়েন্টিরাওয়ালপিন্ডি
১০ নভেম্বর ২০২০৩য় টি-টোয়েন্টিরাওয়ালপিন্ডি

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ক্রাইস্টচার্চে সেনা প্রহরায় পাকিস্তানি ক্রিকেটাররা

‘২২ বার’ করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ গাঙ্গুলি!

হাঁটু গেঁড়ে প্রতিবাদে দক্ষিণ আফ্রিকার ‘না’

মাঞ্জরেকারের মুখে কাপড় গুঁজে দিয়েছেন সৌরভ!

রাবাদার কাছে বায়ো-বাবল যেন বিলাসবহুল কারাগার