বায়োবাবল-ক্লান্তির উপর নির্ভর করছে শ্রীলঙ্কা সফরের সূচি
করোনা আসার পর ক্রিকেটারদের থাকতে হচ্ছে বায়োবাবলে। ভ্যাকসিনের সম্ভাব্যতা দেখা দিলেও বায়োবাবল ছাড়া খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবশ্য ভাবাচ্ছে বায়োবাবলের বিষয়টি।
দীর্ঘ সময় বায়োবাবলে থাকা কারও জন্যই সহজ নয়। ক্রিকেটারদের মানসিক অবস্থা বিবেচনায় তাদের জন্য এমন আবদ্ধ দশা আরও বেশি কষ্টসাধ্য হওয়ারই কথা। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, বায়োবাবলের ক্লান্তি বিবেচনা করেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।
Also Read - বাংলাদেশকে '৩০০' রানের মধ্যে আটকাতে চায় ওয়েস্ট ইন্ডিজতিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা ব্যাপার আছে। এটা আসলে খেলোয়াড়দের জন্য বেশ কষ্টসাধ্য। এই যে বায়োবাবলটা খেলোয়াড়দের জন্য অনেক বড় একটা চাপ, তো এটাও আমরা মাথায় রেখেছি। অতিরিক্তি খেলা, খেলোয়াড়দের বিশ্রামও গুরুত্বপূর্ণ। সবেকিছু বিবেচনা করেই আমরা ট্যুরটা করছি।’
শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশ সফরে আসবে মে মাসে। বাংলাদেশ তার আগের মাসে বা পরের মাসে অর্থাৎ এপ্রিল বা জুনে শ্রীলঙ্কা সফরে যাবে। আকরাম জানান, ‘শ্রীলঙ্কা দল মে মাসে বাংলাদেশে আসবে। মে মাসে আমরা সেখানে যাচ্ছি না। তবে এর আগেও আমরা সেখানে যেতে পারি, পরেও যেতে পারি। কিন্তু দুই দলের ট্যুরই কনফার্ম আছে।’
আকরাম জানান, জিম্বাবুয়ের সফরের ব্যাপারে চলছে ঐ দেশের বোর্ডের সাথে আলোচনা। আলোচনা ফলপ্রসূ হলে শীঘ্রই সূচি ঘোষণা করা হতে পারে।
‘জিম্বাবুয়েরটা এখনো নিশ্চিত না, হয়তোবা আমরা কিছুদিনের মধ্যেই কনফার্ম হবো। যেহেতু এটা বাতিল হয়ে গিয়েছিল, আর আমাদের দুইটা বোর্ডেরই সময়ের একটা ব্যাপার আছে। আমরা চিন্তাভাবনা করছি।’– বলেন তিনি।