Scores

বিকেএসপির বিপক্ষে মানিক খানের হ্যাটট্রিক

ডিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম দিনেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের পেসার মানিক খান। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক অর্জন করেছেন তিনি।

ডিপিএল টি-টোয়েন্টির লোগো

বিকেএসপির বিপক্ষে গ্রুপ ‘ডি’ এর প্রথম ম্যাচে এ কীর্তি গড়েছেন তিনি। প্রাইম দোলেশ্বরের ১১১ রানের জবাবে বিকেএসপি ব্যাট করতে নামলে এ অর্জনের দেখা পান তিনি।

Also Read - জয় দিয়ে শুরু শেখ জামালের


বিকেএসপির বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে দুবার সাফল্যের দেখা পান তিনি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ফাহাদ আহমেদ ও পারভেজ হোসেন ইমনকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। এরপর ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসে পূর্ণ করেন কাঙ্ক্ষিত মাইলফলকটি।

হ্যাটট্রিক পূর্ণের পথে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ রান করা রাতুলকে লেগ-বিফোরের ফাঁদে ফেলেন তিনি। আর এতেই পূর্ণ হয় তার হ্যাটট্রিকটি।

টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন আল-আমিন হোসেন ও আলিস আল ইসলাম। ঘরোয়া প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আবাহনী লিমিটের বিপক্ষে হ্যাটট্রিক অর্জন করেন আল-আমিন হোসেন। এরপর বিপিএল টি-টোয়েন্টিতেও প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক তুলে নেন আল-আমিন হোসেন তিনি। বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে এ কীর্তি গড়েন তিনি।

এরপর সবশেষ বিপিএল টি-টোয়েন্টিতে একই অর্জনে নাম লেখান আলিস আল ইসলাম। প্রথম স্পিনার ও দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ক্রিকেটের ছোট্ট সংস্করণে এ অর্জনের দেখা পান তিনি। অতঃপর সবশেষ সংযুক্তি হিসেবে এ তালিকায় ওঠে আসলেন ২২ বছর বয়সী মানিক খান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিদেশি ছাড়াই প্রিমিয়ার লিগ, মাঠে গড়াবে টি-টোয়েন্টিও

টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে বিসিবিকে নাফীসের ধন্যবাদ

হাইলাইটসঃ ডিপিএল টি-টোয়েন্টি লিগের ফাইনাল

ভিডিওঃ ফাইনালে নাসির-সোহানদের বিজয়ের মুহূর্ত

ডিপিএল টি-টোয়েন্টির শিরোপা জিতল শেখ জামাল