Scores

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। তবে এরপর দাপটের সাথেই খেলে যাচ্ছিলেন টি-২০ লিগে। মিচেল জনসনের বিদায়ের সুর বাজছে সেখানেও। বিগ ব্যাশ টি-২০ আসরে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

সম্প্রতি জনসন বিগ ব্যাশ থেকে অবসরের ঘোষণা দেন। মূলত আসরটির দীর্ঘ পরিসরের ধকল সামলাতে না পেরেই তার এমন সিদ্ধান্ত। ৩৭ বছর বয়সী ক্রিকেটার অবশ্য খেলে যাবেন আইপিএলের মত আসরগুলোতে- এমনটাই প্রত্যাশা সবার।

Also Read - কেন সিপিএলে খেলবেন না সাকিব?


নিজের দেশের টুর্নামেন্ট থেকে জনসনের অবসর গ্রহণ প্রসঙ্গে তার ম্যানেজার স্যাম হালভরসেন বলেন, ৩৭ বছর বয়সী কোনো ক্রিকেটারের জন্য বিগ ব্যাশের লম্বা ও প্রচণ্ডতা খুব বেশিতাই এই টুর্নামেন্টে সে খেলবে নামিচেল জনসন দু্বাইয়ে অনুষ্ঠেয় এমিরেটস টুর্নামেন্টে নাম লিখিয়েছে।’

বিগ ব্যাশ টুর্নামেন্টের পরিধি এবারের আসর থেকে বেড়ে গেছে। নকআউট পর্বের আগেই এখন থেকে প্রতিটি দলকে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলতে হবে ১৪টি করে ম্যাচ, যা জনসনের মত বয়স্ক ক্রিকেটারের জন্য বড় ধকলই। আর বিগ ব্যাশের এই বিবর্তনেই জনসনের অবসরের সিদ্ধান্ত।

আইপিএলের মত আসর সম্পর্কে জনসন কিছু না জানানোয় ভারতের জনপ্রিয় লিগে তিনি খেলে যাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে বিগ ব্যাশের মত আগামী আসর থেকে বৃদ্ধি পাবে আইপিএলের ম্যাচ সংখ্যাও। সেক্ষেত্রে অস্ট্রেলীয় গতি তারকা আইপিএলকে এড়িয়ে গেলেও সেটি অস্বাভাবিক হবে না। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত পিএসএল থেকেও হুট করে নাম প্রত্যাহার করে নেন তিনি।

আপাতত জনসনের মনোযোগ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টেন লিগে। যেখানে তার মত অনেক জনপ্রিয় ক্রিকেট তারকাই অংশ নিচ্ছেন।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর স্বাচ্ছন্দ্যেই ঘরোয়া টি-২০ লিগগুলোতে খেলে চলেছেন জনসন। যদিও মাঝে একবার গুরুতর এক ইনজুরির শিকার হয়েছিলেন তিনি। বিগ ব্যাশের বিগত দুটি মৌসুমে জনসন খেলেছেন পার্থ স্কচার্সের হয়ে।

আরও পড়ুন: বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিপাকে উইন্ডিজ

Related Articles

অস্ট্রেলিয়া স্কোয়াড : দীর্ঘ দিন পর হেনরিকস, দুই নতুন মুখ

ভারত-অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্ত

ডিসেম্বরেই দর্শক ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে!

বদলে যাচ্ছে বিগ ব্যাশের বহুল আলোচিত নিয়ম

বাংলাদেশের মত ভাবতে হচ্ছে না কোহলিদের