বিগ ব্যাশের বিতর্কিত টস এবার হল ‘টাই’!
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ আসর বিগ ব্যাশের নতুন টস পদ্ধতি নিয়ে আলোচনা-সমালোচনা দুই-ই হয়েছে। এবার বিগ ব্যাশের টস আবারও আলোচনায় এলো উদ্ভট এক কারণে। ব্যাট দিয়ে টস করতে গিয়ে ফলাফল হয়েছে যে ‘টাই’!
কয়েন বা মুদ্রার বদলে ব্যাট উড়িয়ে ব্যাটিং-বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বিগ ব্যাশে। বুধবার (২৬ ডিসেম্বর) এমনই এক টস পর্বে ব্যাট দুই পিঠের কোনোদিক নির্দেশ না করে ভূমির উপর লম্বালম্বি হয়ে দাঁড়িয়ে ছিল!
ঘটনাটি পার্থ স্কচার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচের। ম্যাচের শুরুতে টস সেশনে উপস্থিত হন পার্থের অধিনায়ক অ্যাশটন টার্নার ও অ্যাডিলেড অধিনায়ক কলিন ইনগ্রাম। ম্যাচ রেফারি ও উপস্থাপিকার উপস্থিতিতে ব্যাট ছুঁড়ে মারেন টার্নার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্যাটের ‘ফ্ল্যাটস’ ও ‘রুফস’ কোনোদিক না উঠে লম্বালম্বিভাবে মাটিতে দাঁড়িয়ে যায় ব্যাট। অর্থাৎ, উঠেনি ইনগ্রামের ডাকা ‘রুফস’ কিংবা টার্নারের পক্ষের ‘ফ্ল্যাটস’ কোনোটিই।
Also Read - শিরোপার গন্ধ পাচ্ছে দক্ষিণাঞ্চলব্যাটকে এভাবে পতিত হতে দেখে থ বনে যান উপস্থাপিকা, ম্যাচ রেফারি ও দুই অধিনায়ক। এ সময় রসিকতা করে টার্নার পায়ের ধাক্কায় ফ্ল্যাটস তুলে ফেলেন। তবে রসিকতা ঝেড়ে আবার হয় টস। তখন অবশ্য লিগ্যালভাবেই টস জেতেন ব্যাট ছোঁড়া টার্নার। সিদ্ধান্ত নেন প্রথমে বল করার। শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়ে তার দল পার্থ স্কচার্স।
টেলিভিশন ক্যামেরায় এমন দৃশ্য দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পড়ে রসিকতার হিড়িক। কেউ কেউ আবার ফের সমালোচনায় নেমেছেন ব্যাট দিয়ে টসের এই পদ্ধতির। তাদের দাবি, কয়েন বা মুদ্রা দিয়ে টস হলে এমন বিড়ম্বনায় কিংবা বিতর্কিত পরিস্থিতিতে পড়তে হতো না।
টাই হওয়া টস নিয়ে বিগ ব্যাশের অফিসিয়াল টুইটার একাউন্টের পোস্ট ও ভিডিও
Well that’s a first! Ashton Turner won the bat flip the second time around and elected to BOWL #BBL08 pic.twitter.com/fQoaqz0fp9
— KFC Big Bash League (@BBL) December 26, 2018
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে বছরজুড়ে উত্থান-পতন