বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার
বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ডালপালা মেললেও এদিক দিয়ে বেশ খানিকটা পিছিয়ে আছে মেয়েরা। বিশ্বের হাতেগোনা যে কয়েকটা দেশে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিত হয়, তাদের মধ্যে সবার উপরে অবস্থান অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ টুর্নামেন্টের। সেখানেই এবার খেলতে যাবেন বাংলাদেশ মহিলা দলের দুই ক্রিকেটার। তারা হলেন- রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি।
তবে এবারই অবশ্য প্রথম নয়, এর আগে ২০১৭ সালে একবার মেয়েদের বিগ ব্যাশ লিগে খেলতে গেছিলেন রুমানা আহমেদ। সেবার রুমানার সঙ্গী হয়েছিলেন খাদিজা তুল কুবরা। রুমানা নাম লিখিয়েছিলেন ব্রিসবেন হিটে এবং খাদিজা গিয়েছিলেন মেলবোর্ন স্টার্সের হয়ে খেলতে। তবে অস্ট্রেলিয়ায় গিয়ে দলের সাথে যোগ দিলেও গোটা টুর্নামেন্টের একটা ম্যাচেও মাঠে নামা হয়নি কোন বাংলাদেশির।
Also Read - ১০০ বলের ক্রিকেট লিগে সাকিব
এবার অবশ্য শুরুর একাদশে সুযোগ পাওয়ার ছাড়পত্র হাতে নিয়েই আবার বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন বাংলাদেশ দলের নারী দলের দুই ক্রিকেটার। তবে আর যাওয়া হচ্ছে না খাদিজা তুল কোবরার। তার পরিবর্তে দল পেয়েছেন আরেক ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি। স্পিন অলরাউন্ডার রুমানা খেলবেন হোবার্ট হারিকেনসের হয়ে। উইকেটরক্ষক ব্যাটসম্যান জ্যোতির ঠিকানা মেলবোর্ন স্টার্স।
মূলত আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছেন এই দুই ক্রিকেটার। যেখানে চলতি মাস অর্থাৎ অক্টোবরের ১৮ তারিখ থেকে শুরু হবে বিগ ব্যাশের পঞ্চম আসর, চলবে ডিসেম্বর ৮ তারিখ পর্যন্ত। তবে টুর্নামেন্টের শেষপর্যন্ত খেলার সুযোগ পাবেন না রুমানা-জ্যোতিরা। সামনে বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফরের বহরে যোগ দিতে কিছুদিন বাদেই দেশের ফিরে আসতে হবে তাদের।
প্রসঙ্গত, বিগ ব্যাশে খেলা না হলেও জনপ্রিয় আরেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মেয়েদের আইপিএলে খেলেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার জাহানারা আলম। গত বছর টুর্নামেন্টটির দল ভেলোসিটির হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।