Scores

বিগ ব্যাশ লিগ থেকে অবসর নিলেন ওয়াটসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিন বছর আগেই। এবার (২৬ এপ্রিল) ঘরোয়া ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ থেকেও অবসরের ঘোষণা দিলেন শেন ওয়াটসন।

 

শেন ওয়াটসন

Also Read - বিশ্বকাপের দুর্ভাগা একাদশ প্রকাশ করলো আইসিসি


 

সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ওয়াটসন ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে খেলে যাচ্ছিলেন দেশে ও বিদেশে বিভিন্ন ঘরোয়া লিগে। বর্তমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করা ওয়াটসন শুক্রবার জানিয়েছেন তিনি বিগ ব্যাশে আর খেলবেন না।

 

টুর্নামেন্টটিতে সিডনি থান্ডার্সের নেতৃত্ব দিতেন এই পেস অলরাউন্ডার। গত চার মৌসুম দলটির হয়ে খেলেছেন তিনি। ওয়াটসন জানিয়েছেন পরিবারকে আরও বেশি সময় দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি এনএসডব্লিউ প্রিমিয়ার লিগে সাদারল্যান্ড ডিসিসি এবং বাছাইকৃত কিছু টুর্নামেন্টে এখনো খেলা চালিয়ে যাবেন।

অবসরের সিদ্ধান্ত জানানোর সময় দলটির সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন তিনি, ‘গত চার মৌসুম সিডনি থান্ডার্সের সাথে জড়িত সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সেখানে আমার অনেক স্মৃতি আছে। ২০১৬ সালে টুর্নামেন্ট জয়ের স্বাদ আমার সবসময় মনে থাকবে।’

থান্ডার্সের সাথে জড়িত সকলকে ধন্যবাদ দেয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি, ‘আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই নিক কামিন্স, প্যাডি আপটন, শেন বন্ড ও লি জার্মনকে। তারা আমার অভিজ্ঞতা ও খেলাটাকে আনন্দময় করে তুলেছিল। আমার সকল সতীর্থ যাদের সাথে ক্লাবটিতে খেলেছি তারাও সবাই দারুণ ব্যক্তিত্ব ছিল। আমি তাদের জন্য শুভকামনা জানাই যেন আগামী মৌসুমগুলোও তাদের খুব ভাল কাটে।’

 

বিগ ব্যাশ লিগের সর্বশেষ আসরে (২০১৮-১৯) দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওয়াটসন। ১৪ ইনিংসে তিনি ব্যাট হাতে সংগ্রহ করেছিলেন ৩১৪ রান। সম্প্রতি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ১২ ইনিংসে ৪৩০ রান নিয়ে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। জিতেছিলেন টুর্নামেন্ট সেরার খেতাবও।

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার অবসরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন ১৯০টি ওয়ানডে, ৫৯টি টেস্ট ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৬ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের তিনি ইতি টেনেছিলেন ওয়াটসন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!

সালমান-রল্টনের সাথে ডিনার করতে চান ইমরুল

অস্ট্রেলিয়ায় ভারতের দিবারাত্রির টেস্ট চূড়ান্ত

বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন

অস্ট্রেলিয়ায় ক্রিকেট ফিরছে জুনে