Scores

বিজয়-নাইমের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল ও আফগানিস্তান ‘এ’ দল। এনামুল হক বিজয়ের অর্ধশতকে বৃষ্টিবিঘ্নিত দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ১১৯ রান।

খুলনায় বিজয়-সৌম্যর ব্যাটে রান
বিজয়ের অর্ধশতক উদযাপন। ফাইল ছবি

 

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। কিন্তু শুরুটা হয় খুব খারাপ। রানের খাতা খোলার আগেই ২ উইকেট পড়ে যায়। অধিনায়কত্ব পাওয়া ইমরুল কায়েস ফেরেন শূন্য রানে। সেই সাথে জাকির হাসানও ফেরেন শূন্য রানে।

টপ অর্ডারে ব্যাটিং নামা আরেক ব্যাটসম্যান রকিবুল হাসান করেন মাত্র ৪ রান।  বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে বিপর্যয়ে ফেলেন ইয়ামিন আহমেদজাই। দলীয় ৬ রানের মধ্যেই ৩টি উইকেট শিকার করেন এই আফগান বোলার।

Also Read - “সাকিব সব দায়িত্ব পালন করতে পারে”


দলীয় ৬ রানেই ৩ উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের সামনে বাংলাদেশ তখনই ত্রাতা হয়ে আসেন এনামুল হক বিজয়। তাকে সঙ্গ দেন কায়েসের সাথে ইনিংস উদ্বোধন করতে নামা নাইম শেখ। এই দুইজনের জুটিতে আসে ১০২ রান। ফলে প্রাথমিক ধাক্কা সামনে উঠে বাংলাদেশ। নাইম ৪৯ রানে আউট হয়ে গেলে ভেঙে যায় জুটি।

মূলত উদ্বোধনী ব্যাটসম্যান হলেও টপ অর্ডারের ব্যর্থতার দিনে ৫নং পজিশনে ব্যাটিং করে নেমেও সফলতা পেয়েছেন বিজয়। দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার সাথে সাথে তুলে নিয়েছেন অর্ধশতক। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দিন শেষে ৫৩ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ম্যাচ শুরু হওয়ার পর থেকেই বেশ কয়েকবার বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত ১ম দিনে ৩৫ ওভার খেলা হয়েছে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ১১৯ রান। আফগানিস্তানের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ইয়ামিন ও ১টি উইকেট নিয়েছেন কাইস আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ এ (১ম দিন) ১১৯/৪ (৩৫ ওভার)
বিজয় ৫৩*, নাইম ৪৯
ইয়ামিন ৩/৩৮।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

নিজের সাফল্যের ‘রহস্য’ জানালেন রশিদ খান

অধিনায়কত্বের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন রশিদ

তিন ফরম্যাটেরই নেতৃত্ব হারালেন আসগর

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার দিনে আসগরের বিশ্বরেকর্ড

নবী ঝড়ের পর রশিদের নৈপুণ্যে আফগানিস্তানের সিরিজ জয়