Scores

বিডিক্রিকটাইমের ছবির প্রশংসায় মুমিনুল

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচের সময় বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুলের হকের সাথে তিন কোচের কথোপকথনের সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিডিক্রিকটাইম-এর ক্যামেরাবন্দী করা ছবি পড়েছে মুমিনুলের চোখেও। ম্যাচ শেষে যার প্রশংসা করেছেন তিনি।

বিডিক্রিকটাইমের ছবির প্রশংসায় মুমিনুল।
তিন কোচের সাথে কথোপকথনের সময় মুমিনুল হক। ছবি- বিডিক্রিকটাইম।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি শুরু হয় বাংলাদেশে ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। টস জিতে আগে ব্যাটিং করা সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম দিনে বাংলাদেশের ফিল্ডিংয়ের এক মুহূর্তে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল সীমানার কাছে যেয়ে তিন কোচ রাসেল ডমিঙ্গো, ড্যানিয়েল ভেট্টোরি ও ওটিস গিবসনের সাথে কথা বলছিলেন। সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করেন বিডিক্রিকটাইম-এর ফটোগ্রাফার আতিকুল আলিম

ছবিটি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিডিক্রিকটাইম-এর পেইজে দেয়া হলে তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। ছবিটির জনপ্রিয়তা পৌঁছে যায় খোদ মুমিনুল পর্যন্ত। চতুর্থ দিনে শেষ হওয়া টেস্ট ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও ওঠে এই ছবির কথা। তখন ছবিটির প্রশংসা করার সাথে সাথে, তার পেছনের ঘটনার কথাও জানান অধিনায়ক।

Also Read - এশিয়া একাদশে নিশ্চিত বাংলাদেশের ‘৪’ ক্রিকেটার


মুমিনুলের ভাষায়, ‘না, খুব সাধারণ একটা বিষয় ছিল। আমি জানি না ছবিটা কে তুলেছে, তবে খুব ভালো ছবি তুলেছে। ছোট একটা বার্তা ছিল। এরকম কিছু যে এই বোলার এই পাশে থেকে বল করবে, এই ফিল্ডার ওখানে দাঁড়াবে। তো সবাই একমত ছিল, তখন ওভাবে দেখায়। অবশ্যই ক্রেডিট দিতে হয় যে ছবি তুলেছে, মাশা-আল্লাহ।’

প্রসঙ্গত, এই টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দ্বিশতক হাঁকানো মুশফিকুর রহিম।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ক্রিকেটারদের বেতন কাটছে না বিসিবি

শঙ্কার মুখে নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর

করোনা শনাক্তের কিট দিচ্ছেন সাকিব

ম্যাচ ফিনিশিং ও সাইকোলজিক্যাল মাইন্ড গেম

ড্রেসিংয়ের জন্য হাসপাতালেও যেতে পারছেন না সাদমান