Scores

বিতর্কিত আম্পায়ারিং প্রসঙ্গে আইসিসির দ্বারস্থ বিসিবি

নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিতকরণের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের ভুল ও বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসিকে অবহিত করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

কী হয়েছিল তখন?

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

Also Read - পিএসএলের ফাইনালেও নিশ্চিত নন তামিম


নিদাহাস ট্রফির ফাইনালের আগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। ঐ ওভারের প্রথম দুই বলে লঙ্কানরা ছুঁড়ে দেয় টানা দুটি বাউন্সার। এক ওভারে একাধিক বাউন্সারের কারণে দ্বিতীয় ডেলিভারিটি ছিল নো বল। তবে আম্পায়াররা সেটির সংকেত না দেওয়ায় তখনই মাঠে উত্তেজিত হয়ে পড়েন অধিনায়ক সাকিব আল হাসান সহ বাংলাদেশের খেলোয়াড়রা।

তাৎক্ষনিকভাবে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ানো আম্পায়ার নো বলের সিদ্ধান্ত না দিলেও লেগ আম্পায়ার দুটা বাউন্সের সংকেত দিয়েছিলেন বলে জানা যায়। তবে তার এই সিদ্ধান্তও কর্ণপাত করেননি স্ট্রাইকিং প্রান্তের আম্পায়ার। তিনি নো বল প্রদান না করে এটিকে সলিড ডেলিভারি হিসেবেই ধরে নেন।

পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখে পরিষ্কার হয় নো বল যে নিশ্চিতভাবেই ছিল সেই বিষয়টি। তবে সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি। এতে বাংলাদেশ হারিয়েছে ন্যায্য কিছু সুবিধাও।

এ প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘টেকনোলজি বলছিল ঐ ওভারে দুটা বাউন্সার ছিল, যার কারণে কিছু অ্যাডভান্টেজ আমরা পেতে পারতাম।’

নিদাহাস ট্রফির আয়োজক ছিল শ্রীলঙ্কা, যা দেশটির ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে আয়োজিত হয়েছে এফটিপির বাইরে গিয়ে। আন্তর্জাতিক ম্যাচের সিরিজ হলেও এতে তাই আইসিসির সংস্পর্শতা ছিল কম। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘তবে যেহেতু এটা আইসিসির টুর্নামেন্ট না, কোনো দেশের আয়োজিত টুর্নামেন্ট, এটার ব্যাপারে আবেদন করে আইসিসির কাছে কতটুকু সাড়া পাওয়া যাবে সেটা নিয়েও চিন্তার ব্যাপার রয়েছে।’

তবে এ নিয়ে আইসিসিকে অবহিত করা হবে বলেও জানালেন তিনি, ‘তারপরও বিষয়টা আমাদের আলোচনায় এসেছে এবং বোর্ডে বিষয়টা আমরা ইনফরমালি আলোচনা করেছি। আগামীতে আইসিসির সাথে বিভিন্ন বিষয়ে যখন আমাদের আলোচনা হবে, তখন বিষয়টি উত্থাপন করার চেষ্টা করবো।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির সঙ্গে দ্বন্দ্ব ভারতের

Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন নিয়মে বিরক্ত কোহলি

এলপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব, তদন্তে আইসিসি

‘ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এখন কেবলই আইসিসির সদস্য’

আইসিসির নতুন সভাপতির নাম ঘোষণা

আইসিসির দশক সেরা পুরস্কারের জন্য মনোনীত যারা