Scores

বিদায়ী টেস্টে হেরাথের আরেকটি রেকর্ড

নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে শ্রীলঙ্কান ক্রিকেটার রঙ্গনা হেরাথ এখন লড়ছেন ইংলিশদের বিপক্ষে। আর এই টেস্টে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন রেকর্ডের এই বরপুত্র।

নেতৃত্ব দিবেন হেরাথ

হেরাথ যে রেকর্ড গড়েছেন সেটি তার আগে করতে পেরেছেন মাত্র দুইজন ক্রিকেটার। রেকর্ডটি হল এক ভেন্যুতে ১০০টি বা তারও বেশি টেস্ট উইকেট শিকারের দিক থেকে। গলে অনুষ্ঠিতব্য এই টেস্টের আগে এই ভেন্যুতে হেরাথের উইকেট সংখ্যা ছিল ৯৯। বুধবার (৬ নভেম্বর) টেস্টের প্রথম দিনে ইংলিশ অধিনায়ক জো রুটের উইকেট শিকার করে নিয়ে গলে হেরাথের উইকেট সংখ্যা স্পর্শ করে তিন অঙ্ক।

এরই সাথে টেস্ট ক্রিকেটের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ভেন্যুতে একশ উইকেট নেওয়ার এই কীর্তি গড়েন হেরাথ। হেরাথের আগে এই কীর্তি গড়েছেন মুত্তিয়া মুরালিধরন ও জেমস অ্যান্ডারসন।

Also Read - জেলে যেতে হয়েছে মুশফিকের ভক্তকে


এর মধ্যে মুরালিধরন একাই এই কীর্তি গড়েছেন তিনবার, অর্থাৎ তিনটি ভেন্যুতে। নিজ দেশের তিন ভেন্যু কলম্বো, ক্যান্ডি ও গলে মুরালির শিকার করা উইকেট যথাক্রমে ১৬৬, ১১৭ ও ১১১টি। ইংলিশ তারকা পেসার অ্যান্ডারসন ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে শিকার করেছেন ১০৩টি উইকেট। এই চারবারই ঘটেছে এক ভেন্যুতে একশ বা তারও বেশি টেস্ট উইকেট শিকারের ঘটনা। এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হয়েছে হেরাথের নামও।

হেরাথ এই কীর্তি গড়েছেন তার ক্যারিয়ারের ৯৩তম টেস্টে। টেস্ট ইতিহাসের দশম সফল এই বোলার ইংল্যান্ডের প্রথম ইনিংসে উইকেট শিকার করেছেন ঐ একটিই। দ্বিতীয় ইনিংসে আর চারটি উইকেট তুলে নিতে পারলেই তিনি বনে যাবেন ইতিহাসের সপ্তম সেরা বোলার, যার মাধ্যমে পেছনে ফেলবেন রিচার্ড হ্যাডলি (৪৩১), স্টুয়ার্ট ব্রড (৪৩৩) এবং কপিল দেবের (৪৩৪) মত কিংবদন্তীদের। তবে ৪৩১ উইকেট নিয়ে ক্যারিয়ারের শেষ ইনিংসে বল করার অপেক্ষায় থাকা হেরাথের জন্য কাজটি সহজ হবে না। ইংল্যান্ডের ৩৪২ রানের জবাবে লঙ্কানরা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যে রীতিমত ধুঁকছে!

আরও পড়ুন: “যেভাবে সব সময় সমর্থন করেন সেভাবে করবেন”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জোড়া সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

নিষ্প্রাণ ম্যাচে আলো ছড়াল আবিদের রেকর্ড

স্টার্কের আগুনে পুড়ল নিউজিল্যান্ড

দলে ফেরার প্রস্তাব পাচ্ছেন ডি ভিলিয়ার্স!

সাউদির বোলিংয়ে ভুগল অস্ট্রেলিয়াও