
১৩ ম্যাচ খেলে জয় মাত্র ৪টিতে, ৮টি ম্যাচেই পরাজয়; একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতে বৃষ্টির কারণে কোনো ফল না পাওয়ায় নিশ্চিত হয়েছে প্লে-অফের আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাদ পড়ার দুঃসংবাদ।
আর এক ম্যাচ হাতে রেখেই দলের করুণ ‘বিদায়’ নিশ্চিত হওয়ায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আগাম বার্তা দিয়েছেন দলের অধিনায়ক বিরাট কোহলি ও আরেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
অধিনায়ক হিসেবে এবারো আইপিএলে সুবিধা করতে পারেননি কোহলি। আসরটি দলের জন্য হতাশাজনক ছিল জানিয়ে তিনি বলেন, ‘আর একটি ম্যাচ বাকি আছে। এবারের পারফরম্যান্স অবশ্যই আমাদের সবার জন্য হতাশাজনক।’
ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে ফল নিয়ে বের হতে না পারলেও দর্শকদের ভালোবাসায় সিক্ত ছিল বেঙ্গালুরু। এম চিন্বাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি উপেক্ষা করে গ্যালারি মাতিয়ে রেখেছিলেন দর্শকরা। তাদের ধন্যবাদ জানিয়ে কোহলি বলেন, ‘৩ ঘণ্টা বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ায়নি, তবুও আপনারা অপেক্ষায় ছিলেন। এটা আমাদের জন্য বিশেষ কিছু। ভারতের দারুণ সমর্থকদের ধন্যবাদ জানাই।’
এদিকে দল ব্যর্থতার জালে বন্দী থাকলেও সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসায় ধন্যবাদ জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডি ভিলিয়ার্সও। তিনি বলেন, ‘পুরো মৌসুম জুড়ে সমর্থন জোগানোর জন্য ধন্যবাদ। বৃষ্টির কারণে আমরা বাদ পড়ে গেলাম। আমার জীবনে অন্যতম স্মরণীয় ম্যাচ ছিল এটা। পারফরম্যান্সের ওঠানামার জন্য দুঃখপ্রকাশ করছি। আমাদের সমর্থন করা অব্যাহত রাখুন। শেষ ম্যাচে মাঠে আসুন, আগামী মৌসুমেও।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।