Scores

বিদেশি লিগে খেলার অনুমতি চান ভারতীয়রা

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চ্যাইজি আসর হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্টটিতে বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা কোনো ভিন দেশের ফ্র্যাঞ্চ্যাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পান না। বিসিসিআইয়ের এই মত বদলে খেলতে দেয়ার অনুমতি দেয়া উচিত বলে মনে করেন সুরেশ রায়না।

বিদেশি লিগে খেলার অনুমতি চান ভারতীয়রা

ক্রিকেট খেলেড়ু বেশ কয়েকটা দেশেই এখন টি-টোয়েন্টি লিগ আয়োজিত হয়। সেই টুর্নামেন্টগুলোতে ভারত ছাড়া বাকি দেশগুলোর ক্রিকেটাররা খেলার সুযোগ পান। অথচ ভারতের টুর্নামেন্টটা মাতাতে ঠিকই বিভিন্ন দেশের ক্রিকেটাররা যান। দেশের ক্রিকেটারদের প্রতি এই রক্ষণাত্মক আচরণ পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেটার রায়নার।

Also Read - 'জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, বান্টু দা'

আইপিএলের অন্যতম সফল ব্যাটসম্যান রায়ান, বল হাতেও দলের প্রয়োজনে এগিয়ে আসেন। এই ক্রিকেটার আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সরাসরি আড্ডায় বিসিসিআইয়ের আর্জি জানিয়েছেন, বিভিন্ন দেশের ক্রিকেট লিগগুলোতে খেলতে চাওয়ার অনুমতি চেয়ে।

রায়ান বলেন, ‘বিসিসিআইয়ের যদি আইসিসি অথবা ফ্র্যাঞ্চ্যাইজি টুর্নামেন্টগুলোর সাথে চুক্তি করত ভারতীয় ক্রিকেটারদের ওসব লিগে খেলার ব্যাপারে তাহলে ভালো হতো। আমাদের অন্তত দুইটা লিগে খেলার অনুমতি দেয়া উচিত। যদি আমরা বিদেশি লিগে ভালো খেলতে পারি, তাতে আমাদেরই কল্যাণ হবে। আন্তর্জাতিক ক্রিকেটাররা কিন্তু লিগে ভালো খেলেও জাতীয় দলে ফেরে।’

এসময় বিসিসিআইয়ের সমালোচনাও করেন ইরফান পাঠান। তিনি বলেন, যাদের আর জাতীয় দলে ডাকা হবে না তাদের অন্তত অনুমতি দেয়া উচিত।

ইরফানের ভাষায়, ‘বিভিন্ন দেশের মানসিকতা বিভিন্ন রক। অস্ট্রেলিয়ার মাইক হাসির ২৯ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, ভারতে এটা সম্ভব না। আমি মনে করি, ৩০ উর্ধ্ব যেসব খেলোয়াড়রা আপনাদের (বিসিসিআই) পরিকল্পনায় নেই তাদের লিগ খেলার অনুমতি দেয়া উচিত।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

“এটি ভারতের ‘বি’ দল না, এটি আইপিএলের সুফল”

দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলবেন উইলিয়ামসন-বোল্টরা?

আজীবনের নিষেধাজ্ঞা, ৭ বছরেই মুক্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

আইপিএলের জন্য আইসিসির প্রস্তাবে রাজি বিসিসিআই

‘টাকার জন্য ইংরেজরা ভারতের পিছু পিছু ঘোরে’