Scores

বিদেশের মাটিতে ‘হাই-পারফরম্যান্স’ দলের ক্যাম্প

করোনার প্রাদুর্ভাবে রীতিমত কোণঠাসা বাংলাদেশ ক্রিকেট। ভারত ছাড়া বিশ্বের বাকি দলগুলো অনুশীলনে ফিরলেও এখনো মাঠে নামতে পারেনি টাইগাররা। এমন পরিস্থিতিতে হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্পের ভাবনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রয়োজনে দেশের বাইরে ক্যাম্প নিতে চায় বিসিবি।

 হাইপারফরম্যান্স দল

 

Also Read - যুবাদের নিয়ে ক্যাম্প শুরু করার ভাবনা বিসিবির

দীর্ঘ প্রায় চার মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে। এরই মধ্যে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে দেশে করোনার প্রকোপ বাড়াতে দলগত অনুশীলন শুরু করার ঝুঁকি নিতে চাচ্ছে না টাইগার ক্রিকেট বোর্ড। ফলে শঙ্কায় পড়েছে পাইপলাইনের খেলোয়াড় তৈরির কার্যক্রম।

জাতীয় দলের উপযোগী করে খেলোয়াড় প্রস্তুতের লক্ষ্যে বেশ কয়েকবছর ধরে হাই পারফরম্যান্স ক্যাম্প পরিচালনা করছে বিসিবি। এবছর করোনার কারণে এইচপি দলের ক্যাম্প এখনো শুরু করতে পারেনি বোর্ড। আগামী আগস্ট থেকে এইচপি দলের অনুশীলনের কথা ভাবা হচ্ছে। যার জন্য ২৬ জন ক্রিকেটারের তালিকাও তৈরি করে রেখেছেন নির্বাচকরা।

দেশে করোনার প্রকোপ না কমলে প্রয়োজনে শ্রীলঙ্কা বা অন্যকোন দেশে এই ক্যাম্প নিয়েযেতে চায় বিসিবি। এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমাদের প্রত্যেক বছরে এইচপি-র একটা কর্মসূচি থাকে এবং সেটার আওতায় অনেকগুলো খেলোয়াড় ট্রেনিং করে, স্কিল নিয়ে কাজ করে। যেহেতু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এখনো অনুকূলে না, এজন্য আমরা নিশ্চিত না দেশে কতটা সফলতার সাথে এ প্রোগ্রামগুলো করতে পারবো।’

 

শ্রীলঙ্কার সাথে প্রথমিক আলোচনা চলছে বলে জানান সুজন, ‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের খুবই প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা হয়েছে। তবে যদি সম্ভব হয় এবং সবকিছু আমাদের অনুকূলে থাকে আমাদের হাই পারফরম্যান্স প্রোগ্রামটা দেশেই করবো।’

‘পরিস্থিতি যদি অনুকূলে না থাকে আমরা চেষ্টা করবো শ্রীলঙ্কা কিংবা অন্য কোন দেশে বিকল্প তৈরি করতে। যেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা সরবরাহ করা যাবে এবং আমাদের যারা হাই পারফরম্যান্সে এ বছর গ্রুপে থাকবে তাদের নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করা যায় কিনা।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

আরও ৪ ক্রিকেটার করোনা আক্রান্ত, স্থগিত ম্যাচ

ফেরত দেওয়া হচ্ছে সিডনি টেস্টের বিক্রিত টিকেট

শ্রীলঙ্কা পৌঁছেই কোভিড পজিটিভ হলেন মঈন

চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন যেতে রাজি নয় ভারত

করোনার প্রকোপে সিডনির বিকল্প মেলবোর্ন