Scores

বিদেশে শেষ ১১ ইনিংসে মুমিনুলের গড় ৬!

ওয়েলিংটনে ২য় টেস্টে হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। শেষ দিন ম্যাচ বাচাতে বেশ কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে বাংলাদেশ দলকে। আজ ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ৮০ তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ দল। সিরিজের আগের ইনিংস গুলোর মতই আজও ব্যর্থ হয়েছেন দলের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান মুমিনুল হক।

বিদেশে শেষ ১১ ইনিংসে মুমিনুলের গড় ৬!

মুমিনুল হক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড়। টেস্টে বাংলাদেশী খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশি গড় মুমিনুলের। স্বপ্নের মতো শুরু করেন তার টেস্ট ক্যারিয়ার মুমিনুল। নিয়মিত টেস্টে হান্ড্রেড ও ফিফটির দেখা পেতে থাকেন ।

Also Read - বাংলাদেশ সিরিজ আমিরাতে নয়, পাকিস্তানে খেলাতে চায় পিসিবি


তবে সমস্যাটা শুরু হয় দেশের বাইরে টেস্ট খেলার পর থেকে। দেশের মাটিতে হওয়া টেস্টে মুমিনুল যতটা উজ্জ্বল পারফরম্যান্স করেছেন দেশের বাইরে ব্যাট হাতে ততটাই মলিন ছিলেন মুমিনুল।দেশের মাটিতে মুমিনুলের টেস্ট গড় প্রায় ৫৭। বাংলাদেশের হয়ে দেশের মাটিতে টেস্টে কমপক্ষে ৫০০ রান করা খেলোয়াড়দের মাঝে দেশের মাটিতে গড়ে কেউ তার ধারে কাছেও নেই।

২য় সর্বোচ্চ সাকিব আল হাসানের গড় তার থেকে ১৭ কম ৪০। তবে বিদেশের মাটিতে রানের দেখা পাচ্ছেনই না মুমিনুল। গত এক যুগে বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০০ রান করা ব্যাটসম্যানদের মাঝে তার গড় ২য় সর্বনিম্ন। তার থেকে কম গড় শুধু ইমরুল কায়েসের।

বিদেশের মাটিতে ১৪ টেস্টের ২৭ ইনিংসে মুমিনুলের গড় মাত্র ২৩, ইমরুলের ২২। যা তার দেশের মাটির টেস্ট গড়ের ( ৫৭) অর্ধেকেরও কম। শুরুর দিকে কিছুটা রান পেলেও গত ২ বছরে বিদেশের মাটিতে রানের দেখা কোনভাবেই পাচ্ছেননা মুমিনুল।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় ১ম টেস্টের ১ম ইনিংসে ৭৭ করার পর সিরিজের পরের ৩ ইনিংসে তার রান ছিলো ০, ৪, ১১। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজে ৪ ইনিংসে তার রান ছিলো ১, ০, ০, ১৫। চলমান নিউজিল্যান্ড সিরিজে তার রান ১২, ৮, ১৫ ও ১০। দেশের বাইরে শেষ ১১ ইনিংসে তার মোট রান ৭৬ ও গড় ৬.৯।

দেশের বাইরে মুমিনুলের এই অফফর্ম ভক্তদের জন্য বেশ চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে। দেশের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান শীঘ্রই দেশের বাইরে রানের দেখা পাবেন এটাই প্রত্যাশা দেশের সকল ক্রিকেট ভক্তের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

উইলিয়ামসনদের দেশে আইপিএল আয়োজনের প্রস্তাব

বাংলাদেশে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক : উইলিয়ামসন

স্থগিত হল বাংলাদেশের আরও একটি সিরিজ

করোনা সংকটে ‘নিরপেক্ষ’ ভেন্যু হতে চায় নিউজিল্যান্ড!

নিউজিল্যান্ডে চলে যাক আসন্ন টি-২০ বিশ্বকাপ!