Scores

বিদ্যুৎ বিভ্রাটে সাগরিকায় বন্ধ জায়ান্ট স্ক্রিন ও ফ্লাডলাইট!

ঢাকায় দুই দফা ও সিলেট এক দফা মাঠ কাঁপানো শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন সাগরতীরের চট্টগ্রামে। চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল চিটাগং ভাইকিংস পয়েন্ট টেবিলের শীর্ষে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ফ্লাডলাইটের আলোয় মাঠে নামবে স্বাগতিক দল। কিন্তু এতসব রোমাঞ্চের মধ্যে যেন ধুলো পড়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে।

সিলেট সিক্সার্স ছাড়লেন সন্দ্বীপ লামিচানে

এত বড় আয়োজন চলাকালে বিদ্যুৎ বিভ্রাট অবাক করার মতই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের বিপিএলের প্রথম ম্যাচে (এই মাঠে) মুখোমুখি হয় সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। বড় আয়োজনের এসব ম্যাচে অন্যতম আকর্ষন জায়ান্ট স্ক্রিন। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচে ৪০ মিনিট জায়ান্ট স্ক্রিন নিষ্ক্রিয় ছিল।

শুধু তা-ই নয়, শঙ্কা আছে পরের ম্যাচ নিয়েও। সন্ধ্যা সাতটায় শুরু হতে যাওয়া ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। এই ম্যাচের জন্যই মূলত সাগরিকায় আজ দর্শকদের ঢল। কিন্তু ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিতব্য ম্যাচটি ঠিকমতো মাঠে গড়াতে পারবে তো? এমন প্রশ্নও ছিল। কারণ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাডলাইটও যে সময় মত জ্বলে উঠতে পারেনি!

Also Read - খেলোয়াড়দের সুবিধার্থে এগিয়ে এলো নামাজের সময়


সিলেট সিক্সার্সের ইনিংসে ফ্লাডলাইটের প্রয়োজন হয়নি, কারণ সূর্য তখন মধ্যগগণে। কিন্তু রাজশাহী কিংসের ইনিংসের মাঝপথ যখন পেরিয়ে গেছে তখন সূর্যও এদিনের মত বিদায় নেওয়ার অপেক্ষায়। অথচ রাজশাহীর ইনিংসের ১৪তম ওভার পর্যন্ত ফ্লাডলাইট জ্বলেনি। তড়িঘড়ি করে এ ব্যাপারে কর্তৃপক্ষ পদক্ষেপ নিলে অবশেষে ১৫তম ওভারে জ্বলে উঠে ফ্লাডলাইট।

তবে যত যা-ই হোক, অবশেষে যে সাগরিকায় জায়ান্ট স্ক্রিন সক্রিয় হয়েছে আর সেই সাথে জ্বলে উঠে ফ্লাডলাইট, চট্টগ্রামের দর্শকদের জন্য এটিই অত্যন্ত আনন্দের সংবাদ!

আরও পড়ুন: কুমিল্লার পরের ম্যাচ থেকে খেলবেন লুইস

[ইনজুরি আক্রান্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি ওপেনার চোট কাটিয়ে মাঠে ফিরবেন আগামী ম্যাচ থেকে। দলের বিশেষ এক সূত্রে জানানো হয়েছে এমনটাই। আগামী সোমবার (২৮ জানুয়ারি)…বিস্তারিত]

Related Articles

রান পাহাড়ে চট্টগ্রাম; শুভ-জাহিদের ব্যাটে জবাব ঢাকা মেট্রোর

জাইকার অর্থায়নে সাগরিকায় বিশ্বমানের ইনডোর

কমে গেল টাইগারদের প্রস্তুতি ম্যাচের দৈর্ঘ্য

লিটন-সৌম্যদের মতো টি-টোয়েন্টি স্পেশালিষ্টদের নিয়ে আশাবাদী সালাহউদ্দিন

করোনাকালে ‘৫০’ জন কোচের পাশে তামিম