Scores

বিনাশ্রমেই সিংহাসন পুনরুদ্ধার করলেন স্মিথ

প্রায় ৬ মাস পরে আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন স্টিভ স্মিথ। এতদিন শীর্ষস্থান দখলে রাখা কেন উইলিয়ামসন মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন।

বিনাশ্রমেই সিংহাসন পুনরুদ্ধার করলেন স্মিথ
স্টিভ স্মিথ

গত বছর ডিসেম্বরে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন উইলিয়ামসন। তারপর থেকে এই স্থান আর ফিরে পাননি স্টিভ স্মিথ। ওই সময়টাতে স্মিথ ও উইলিয়ামসন উভয়েরই টেস্ট ম্যাচ ছিল। ফলে দুইজনকেই পারফর্ম করে টিকে থাকতে হয়েছিল। কিন্তু প্রায় ৬ মাস পরে না খেলেই সিংহাসন ফিরে পেয়েছেন স্মিথ।

ঘরের মাঠে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে শীর্ষে উঠেছিলেন উইলিয়ামসন। চলতি ইংল্যান্ড সফরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হাসেনি কিউই অধিনায়কের ব্যাট। প্রথম ম্যাচে করেন কেবল ১৩ রান। দ্বিতীয় ম্যাচ তো খেলতেই পারেননি। তার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। ফলে খুইয়ে পিছিয়ে গিয়েছেন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট এখন ৮৮৬। শীর্ষে ওঠা স্মিথের পয়েন্ট ৮৯১।

Also Read - টিভিপর্দায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

শুধু নিউজিল্যান্ড অধিনায়কই নন, র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ইংল্যান্ড অধিনায়ক জো রুটেরও। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তৃতীয় স্থানে ছিলেন রুট। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে তিনি নেমে গিয়েছেন পঞ্চম স্থানে। ফলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পঞ্চম স্থান থেকে উঠে এসেছেন চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে আছেন অজি ব্যাটসম্যান মারনাস লাবুশানে।

টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫ এ কোনো পরিবর্তন আসেনি। তবে উন্নতি হয়েছে স্টুয়ার্ট ব্রড ও কাগিসো রাবাদার। ব্রড ষষ্ঠ ও রাবাদা সপ্তম স্থানে উঠে এসেছেন। অপরদিকে, পিছিয়েছেন জেমস অ্যান্ডারসন, যৌথভাবে সপ্তম স্থানে আছেন তিনি।

Related Articles

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে অজি গণমাধ্যমের শঙ্কা প্রকাশ

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ স্থগিত, আইসোলেশনে সব ক্রিকেটার

মুশফিককে বলয়ে অন্তর্ভুক্তের অনুরোধে অস্ট্রেলিয়ার ‘না’

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর : স্বাস্থ্য সুরক্ষাকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত