SCORE

বিনা পারিশ্রমিকেও আইপিএল খেলতে আপত্তি নেই মঈনের

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এক কোটি ৭০ লক্ষ রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছিল ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিকে। কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি তার। তার দল সাত ম্যাচ খেলে ফেললেও প্রত্যেক ম্যাচেই ছিলেন দর্শক হয়ে। ম্যাচ খেলতে মুখিয়ে আছেন মঈন আলি। দ্যা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন বিনা পারিশ্রমিকে খেলতেও কোনো আপত্তি নেই তার।

৩০ বছর বয়সী এ অলরাউন্ডার বলেন, “আমাকে যদি বিনা পারিশ্রমিকে আইপিএল খেলতে বলা হয়, আমি সেটাই করতাম।” নিজের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করার জন্য আইপিএলকে এক বড় সুযোগ হিসেবে দেখছেন মঈন আলি। সেই সুযোগটা কাজে লাগাতে চান তিনি। তিনি বলেন, “আসলে আমি এখানে এসেছি অভিজ্ঞতার জন্য। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম এবং কুইন্টন ডি ককের সাথে খেলতে।”

আইপিএলে অনেক কিছু শেখার জায়গাও রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, “এর আগে আমি কখনো পাওয়ার-হিটিং নিয়ে কাজ করিনি। আমি আমার মতো ব্যাটিং করেছি এবং যখন কোনো দিন আমার পক্ষে এসেছে তখন আমি ভালো খেলেছি। কিন্তু এখানে কোচ ট্রেন্ট উডহিলের সাথে কাজ করে আমি বলকে হিট করার বিভিন্ন উপায় সম্পর্কে শিখছি।”

Also Read - বাংলাদেশের জন্য হ্যালসলের পরামর্শ

সাত ম্যাচের মাত্র দুইটিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বিরাট কোহলিরা।

নিজের টেস্ট ক্যারিয়ার ও ব্যাটিং পজিশন নিয়েও কথা বলেন মঈন আলি। একটি স্থির ব্যাটিং পজিশনের জন্য মুখিয়ে আছেন তিনি। বারবার ব্যাটিং পজিশন বদলানোতে ব্যাটিং করাটা কষ্টকর হয়ে উঠেছে বলে মন্তব্য করেন মঈন।
তিনি বলেন, “আমার ব্যাটিং অর্ডারে ওঠা নামা হচ্ছে। এটা আমার জন্য কষ্টকর। আপনি গত ১৮ মাসের অবস্থা দেখলে বুঝতে পারবেন। আমি ভারতে চার ও পাঁচ নম্বরে খেলে দুইটি শতক হাঁকিয়েছি। এরপর আট নাম্বারে আগে খেলার আগে ঘরের মাঠে সাতে খেলেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন সিরিজ শুরু হলো তখন সাতে খেলেছি। আপনি সত্যিই জানেন না আপনার ভূমিকা কি হবে!” 


আরো পড়ুন ঃ ধোনির নেতৃত্বে শিরোপা জেতার সম্ভাবনা নেই চেন্নাইয়ের!


 

Related Articles

‘চুলে নয়, বলে তাকাও’

বরখাস্ত হলেন ভেট্টোরি

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ