Scores

বিপিএলকে ‘প্রস্তুতির বাধা’ মনে করেন না রিয়াদ

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ভালো করা উপমহাদেশের সব দলের জন্যই কঠিন। তাছাড়া কিউইদের বিপক্ষে সফরকারীর ভূমিকায় থেকে কখনই ভালো করতে পারেনি বাংলাদেশ। এমন অবস্থায়ও চলমান নিউজিল্যান্ড সফরের আগে দল যথাযথ প্রস্তুতি নিতে পারেনি।

বিপিএলকে ‘প্রস্তুতির বাধা’ মনে করেন না রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ করে ক্রিকেটারদের ধরতে হয়েছে নিউজিল্যান্ডের বিমান। নিউজিল্যান্ড সফরে দুটি সিরিজ- টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের। অথচ সফরের আগে খেলোয়াড়রা ব্যস্ত ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল নিয়ে। প্রস্তুতির ঘাটতি রয়ে গেল কি না, সেই প্রশ্ন উঠছিল স্বভাবতই। নিউজিল্যান্ডে টাইগারদের বিবর্ণ পারফরম্যান্সে তা আরও জোরালো হয়েছে।

Also Read - ড্রয়ের কথা চিন্তা করে খেলেনি বাংলাদেশ


তবে মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএলকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির ঘাটতির কোনো কারণ বলে মনে করেন না। বিপিএলকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে মানসিকভাবে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে না পারাকেই কারণ বলে মনে করেন তিনি।

ওয়েলিংটন টেস্ট শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, অজুহাতের কোনো সুযোগ নেই। বিপিএল আমাদের বড় লিগ, ওটা খেলতেই হবে। পেশাদার ক্রিকেটার হিসেবে মনে হয় না আমাদের কোনো মানসিক বাধা ছিল।’

তবে মানসিকভাবে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করে শেষ ম্যাচে ভালো ফল বয়ে আনতে পারবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করে রিয়াদ বলেন, আমরা ভালো করতে পারছি না, সেটা ভিন্ন কথা। আসার আগে কথা হয়েছিল, যেহেতু সময় হাতে নেই তাই মানসিকভাবে যেন তৈরি হতে পারি। আমি আশাবাদী, শেষ টেস্টটা ভালো করতে পারব।’

ফের তিনি জোর দিচ্ছেন ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার উপরই। ইতিবাচক থেকে সাহসিকতার সাথে প্রতিপক্ষকে মোকাবেলা করা গেলেই সফল হওয়া সম্ভব বলে মনে করেন জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার।

রিয়াদের ভাষ্য, এ ধরনের কন্ডিশনে ভালো করতে হলে আমাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে। প্রথম টেস্টের আগে বলেছিলাম- আমাদের ইতিবাচক থাকতে হবে। শুরু থেকেই যদি চিন্তা করি যে সুইং হবে, আউট হয়ে যেতে পারি, তাহলে তো নিজেই নিজের কাছে হেরে গেলাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ম্যাচের আগের দিন পাকিস্তানে পৌঁছাবেন ক্রিকেটাররা!

চারদিনের টেস্টের বিরুদ্ধে মুশফিক

ভারতের দুর্দান্ত জয়, ধাওয়ান-স্মিথের আক্ষেপ

টাইগারদের বিপক্ষে খেলার আগে হাফিজের ‘শেষের ডাক’

ভারতে স্টেডিয়ামে ছাদযুক্ত করা হচ্ছে!