বিপিএলের প্রথম ম্যাচেই ফিরছেন মোসাদ্দেক
ইনজুরির কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকা তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত শীঘ্রই ফিরতে যাচ্ছেন মাঠে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ম্যাচেই মাঠে নামবেন তিনি।
মাঠে ফেরার সুখবরটি মোসাদ্দেক জানিয়েছেন নিজেই। শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘এখন চোখে কোনো সমস্যা নেই। রৌদ্রেও কোনো সমস্যা হচ্ছে না। বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে পারব। আশা করছি, সিলেটে প্রথম ম্যাচেই খেলতে পারব। কিছুদিন ধরে অনুশীলন শুরু করেছি। ১০–১৫ দিন হবে। আগামীকাল (রোববার) আমাদের অনুশীলন শুরু হবে। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করব।’
Also Read - স্বস্তির পরাজয়ের পর জয়ে হোক শেষমোসাদ্দেক আরও বলেন, ‘বিপিএলে গতবার দলকে চ্যাম্পিয়ন করাতে অবদান রেখেছিলাম। আশা করছি, এবারও সমানতালে পারফর্ম করতে পারব। আমাদের দেশি–বিদেশি (খেলোয়াড়) সংগ্রহ ভালো। এবারও বিপিএল ঢাকাই জিতবে বলে বিশ্বাস করি।’
বাঁ চোখের কর্নিয়ায় ইনফেকশন হওয়ায় অনেকটা হুট করেই মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন মোসাদ্দেক। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেয়েও ঠিক পরদিনই দল থেকে ছিটকে যান ইনজুরির কারণে, তার জায়গায় ডাক পান মুমিনুল হক। যদিও একে অনেকে সমর্থকদের রোষের মুখে মুমিনুলকে দলে অন্তর্ভুক্তির উপায় হিসেবেও আখ্যা দিচ্ছিলেন।
চোখের সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের পর চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজও মিস করেছেন তিনি। ২১ বছর বয়সী এই ক্রিকেটার পুরোদমে কবে ফিরতে পারবেন মাঠে, এ নিয়ে দেওয়া হয়নি কোনো আগাম সংবাদ। কেননা চোখের ইনজুরি থেকে সেরে ওঠার আগেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিন। তাই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরেও মোসাদ্দেক অংশ নিতে পারবেন কি না, সংশয় দেখা দিয়েছিল এ নিয়েও। তবে প্রতিভাবান এই ক্রিকেটারের মাঠে ফেরায় আপাতত স্বস্তিতে তার ভক্তরা, সেই সাথে ঢাকা ডায়নামাইটসও।
আরও পড়ুনঃ স্বস্তির পরাজয়ের পর জয়ে হোক শেষ