Scores

বিপিএলের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ

আজ (১৯ জানুয়ারি) পর্দা নামছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন মাঠে নামবে সিলেট সিক্সার্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স।

বিপিএলের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স ও বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই সিলেট বা রংপুর কোনো দলই। দুটি দলই ছয়টি করে ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে, ফলে পয়েন্ট টেবিলে রংপুর ও সিলেটের অবস্থান পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

এর আগে সিলেটেই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। ১৬ জানুয়ারির সেই ম্যাচে রংপুরকে ২৭ রানে হারিয়েছিল সিলেট।

Also Read - খুলনার কাঠগড়ায় শেষ দুই ওভার


একনজরে ম্যাচের সম্ভাব্য একাদশ-

সিলেট সিক্সার্স: লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অলক কাপালি, নিকোলাস পুরান, জাকের আলী, তাসকিন আহমেদ, সন্দ্বীপ লামিচানে, আল-আমিন হোসেন, মোহাম্মদ ইরফান।

রংপুর রাইডার্স: ক্রিস গেইল, মেহেদী মারুফ, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, সোহাগ গাজী।

দিনের অন্য ম্যাচে একই ভেন্যুতে দুপুর দেড়টায় চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। দুই দলের আগের দেখা বিপিএল দেখেছিল জমজমাট লড়াই। সুপার ওভারে গড়ানো ঐ ম্যাচে জয় পেয়েছিল চিটাগং ভাইকিংস। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা চিটাগং ভাইকিংস এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়ে রয়েছে সুবিধাজনক অবস্থানে। অন্যদিকে ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পাওয়া খুলনা টাইটান্স রয়েছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে।

একনজরে ম্যাচের সম্ভাব্য একাদশ-

খুলনা টাইটান্স: জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, আল-আমিন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডাউইড মালান, কার্লোস ব্র্যাথওয়েট, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, লাসিথ মালিঙ্গা, তাইজুল ইসলাম, জুনাইদ খান।

চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী।

Related Articles

‘ঘরের মাঠে’ বিপিএলের ম্যাচ চায় খুলনা টাইটান্স

বারবার বিপিএলের নিয়ম বদল: নাখোশ মাহেলা-মুডি

মুশফিক-তামিমদের চুক্তিও বৈধ নয়!

বাংলাদেশে খেলতে মুখিয়ে আছেন ওয়াটসন

বিপিএল মাতাতে আসছেন ওয়াটসন