SCORE

সর্বশেষ

বিপিএলে কোচ হয়ে আসছেন ভেট্টোরি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরে কোচের ভূমিকায় দেখা যাবে নিউজিল্যান্ডের গ্রেট ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরিকে। রাজশাহী কিংসের কোচের দায়িত্বে থাকবেন ভেট্টোরি।

প্রথমবারের মতো বাংলাদেশে কোচ হয়ে আসছেন ভেট্টোরি। ২০১৬ ও ২০১৭  মৌসুমে রাজশাহী কিংসের কোচের দায়িত্বে ছিলেন সরওয়ার ইমরান। তবে আসন্ন বিপিএলের আসরে ভেট্টোরিকে দিয়ে শিরোপার দেখা পেতে চায় রাজশাহী।

বর্তমান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টির চাহিদা অনেক। অন্যদিকে এইসব লিগের কোচের ভূমিকায় পরিচিত এক মুখ  ড্যানিয়েল ভেট্টোরি। এর পূর্বে  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট এবং ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে মিডিলসেক্সের কোচের দায়িত্বে ছিলেন ভেট্টোরি। এবারই প্রথম বিপিএলের কোনও দলের সাথে যুক্ত হলেন।

ভেট্টোরির কোচের বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী কিংস। পাশাপাশি সাবেক এই নিউজিল্যান্ড ক্রিকেটারকে নিয়ে নিজেদের উচ্ছ্বাস ও প্রত্যাশার কথা জানিয়েছে।

Also Read - প্রতিভা নষ্ট হওয়ার জন্য আমরাও দায়ী: ফারুক আহমেদ

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শিরোপার দেখা পায় নি রাজশাহী কিংস। বিপিএলের সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স।

[আরও পড়ুনঃ পাইবাসই হচ্ছেন বাংলাদেশের কোচ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিচার্ড পাইবাসই হতে যাচ্ছেন বাংলাদেশ দলের স্থায়ী প্রধান কোচ। চন্ডিকা হাথুরুসিংহে টাইগারদের প্রধান কোচের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার পর যে শূন্য পদের সৃষ্টি হয়েছিল, দীর্ঘ সময় পর সেটি পূরণ করতে আবারও বাংলাদেশে আসছেন এর আগেও সাকিব-তামিমদের নিয়ে কাজ করা পাইবাস। ২০১২ সালের মে মাসে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ইংলিশ কোচ পাইবাস। সে যাত্রায় সাড়ে চার মাস প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। খেলোয়াড়দের আটপৌরে চলাফেরার বিরোধী চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর বাংলাদেশ দলের জন্য কড়া মেজাজের একজন কোচই হয়ত খুঁজছিল বিসিবি। তাই শেষপর্যন্ত দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বেছে নিয়েছে পাইবাসকেই, যিনি এর আগে আলোচনায় এসেছিলেন খেলোয়াড়দের উপর কড়াকড়ি আরোপ করে। বিশ্বস্ত সূত্রের খবর, শীঘ্রই বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করবেন পাইবাস।]

Related Articles

রাজশাহী কিংসের কোচ হলেন ভেট্টোরি

ভেট্টোরির সর্বকালের সেরা একাদশ নিয়ে বিতর্ক