Scores

বিপিএলে খেলতে চান উইলিয়ামসন

দেশের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ইচ্ছা পোষণ করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সুযোগ পেলে তিনি বিপিএলের আগামী আসরগুলোতে অংশ নিতে চান বলে জানিয়েছেন তারকা এই ক্রিকেটার।

বিপিএলে খেলতে চান উইলিয়ামসন

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে লাইভ আড্ডায় বৃহস্পতিবার (২১ মে) যুক্ত হয়েছিলেন উইলিয়ামসন। তামিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয় দুজনের কথোপকথন। উপভোগ্য এই শো চলাকালে উঠে আসে বিপিএলের প্রসঙ্গও। এ সময় তামিম উইলিয়ামসনের কাছে জানতে চান, সময় সুযোগ পেলে তিনি বিপিএলে খেলতে আগ্রহী কি না।

Also Read - তিন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে শেষ লাইভ শো তামিমের


তামিমের প্রশ্নের জবাবে ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেরা ক্রিকেটার জানান, সুযোগ পেলে বিপিএলে খেলতে চান তিনি।

উইলিয়ামসনের প্রতি তামিমের প্রশ্ন ছিল, ‘আমাদের কিন্তু নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে- বিপিএল। বিপিএল শুরুর আগে মানুষ তোমাকে নিয়ে কথা বলে। তারা চায় তুমি এখানে খেলো। তুমি অবসর পেলে কি বিপিএলে খেলতে আগ্রহী?’ 


তামিমের প্রশ্নের জবাবে উইলিয়ামসন বলেন-

‘সময় বের করতে পারলে আমি খুবই আগ্রহী। এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট। অনেক ভালো কিছু হয়ে থাকে। দেখা যাক কী হয়।’

বিপিএলে এখনো খেলা না হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠ মাতিয়েছেন কিউই এই অধিনায়ক। তারকা এই ক্রিকেটারকে ঘিরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে থাকে দারুণ আগ্রহ। যদিও সময়-সুযোগ করতে না পারায় সমসাময়িক অন্যান্য ক্রিকেটারের চেয়ে উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন কমই।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক : উইলিয়ামসন

উইলিয়ামসনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তামিমের

উইলিয়ামসনের হৃদয়ে গেঁথে আছে মিরপুরের কথা

বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানালেন উইলিয়ামসন

তামিমের পরবর্তী লাইভের অতিথি উইলিয়ামসন