Scores

বিপিএলে নতুন দলে নাম লেখালেন নাসির

আগামী নম্ভেম্বরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ৫ম আসর। বিপিএলকে সামনে রেখে নিজেদের মত করে দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দল গোছানোর দিক দিয়ে এগিয়ে রয়ছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। অন্যদিকে ইতিমধ্যে বিপিএলের জন্য নির্ধারণ করা হয়েছে আইকন ক্রিকেটারও।

উইকেট পাওয়ার পর উদযাপনে নাসির

নিজেদের পছন্দমত আইকন ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইকন বাদেও গত আসরের দল থেকে তিনজন ক্রিকেটারকে রেখে দেওয়ার সুযোগ থাকছে দলগুলোর। এক আসরের পরে আবারো নতুন রূপ, নতুন আঙ্গিকে ফিরছে সিলেট। দলটির নতুন নামকরণ করা হয়েছে সিলেট সিক্সার্স।

Also Read - অজিদের শুরুতে মুস্তাফিজের আঘাত


বিপিএলের এবারের আসরে আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। তাছাড়াও নতুন দল হিসেবে প্লেয়ার্স ড্রাফটের ক্রিকেটারদের তালিকা থেকে তিনজন ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

গত দুই আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলা নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স । এইছাড়াও গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানকে দলে ভিড়িয়েছে সিলেট। নাসির, সোহান বাদে দলে ভিড়িয়েছে গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলা স্পিনার তাইজুল ইসলামকে।

তবে বিপিএলে নতুন দল হওয়ার সত্ত্বেও অন্যান্য দলের সঙ্গে পাল্লা দিয়েই দল সাজাচ্ছে সিলেট। বিদেশি ক্রিকেটারের মধ্যে ইতিমধ্যে কেন উইলিয়ামস, ক্রিস জর্ডান, ফ্লেচার, ডসনদের মতো ক্রিকেটার দলে অন্তর্ভুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সিক্সার্স। দেশি ক্রিকেটারের মধ্যে কাপালি, আবুল হাসানকে দলে নিয়েছে সিলেট।

তবে সিলেট ও খুলনার মধ্যে বিতর্ক চলছে মালানকে নিয়ে। আগামী রবিবার সংবাদ সম্মেলনে নিজেদের লোগো উন্মেচন করবে বলে জানিয়েছে দলটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। শুধু লোগো উন্মেচনই না কথা বলবেন নিজের দলের পরিকল্পনা নিয়েও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তাইজুল-মিরাজের কথা মনে করিয়ে দিলেন ধনঞ্জয়া

কলম্বোয় টাইগারদের অনুশীলন, যুক্ত হলেন তাইজুল-তাসকিন

‘তাইজুলের জন্য বড় সুযোগ এটি’

অপ্রতিরোধ্য তাইজুল, একাই গুঁড়িয়ে দিলেন প্রতিপক্ষ শিবির

দলে ফেরার দিনে তাইজুলের চার উইকেট