বিপিএলে ফিরছে রাজশাহীর দল!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-09-15T12:16:04+06:00
আপডেট হয়েছে - 2024-09-15T12:16:04+06:00
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিপিএলে ফিরছেন রাজশাহীর দল। সর্বশেষ ৩ আসরে বিপিএলে নেই রাজশাহীকে প্রতিনিধিত্বকারী কোনো ফ্র্যাঞ্চাইজি। ২০১৬ সালে রাজশাহীর দল রাজশাহী কিংস রানার-আপ হয়েছিল, ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস হয়েছিল চ্যাম্পিয়ন। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনই বিপিএলে দেখা যায়নি রাজশাহীর কোনো দল।
বিপিএলে রাজশাহীর দল অন্তর্ভুক্তি এখনও চূড়ান্ত না হলেও ইতোমধ্যে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পাঠানো এক চিঠিতে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান লিখেছেন, বিপিএলের ১১তম সংস্করণে রাজশাহীর দলের প্রতিনিধিত্ব করতে চান তারা।
সেক্ষেত্রে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়মকানুন মেনে, দ্রুততম সময়ের মধ্যে দেড় কোটি টাকা পে-অর্ডার করে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাওয়ার প্রক্রিয়ায় যোগ দেওয়ার কথা জানিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ।
বর্তমানে পরিস্থিতি একটু অস্থিতিশীল হলেও ফারুক আহমেদের বোর্ড বিপিএল আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। আগামী ২৭ ডিসেম্বর এবারের বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। যদিও সরকার পতনের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক নিষ্ক্রিয়।
অন্যদিকে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষও দেশে নেই, অদূর ভবিষ্যতে বিপিএলে সক্রিয় হওয়ারও সম্ভাবনা ক্ষীণ। তাই এবার নতুন ফ্র্যাঞ্চাইজির সংখ্যা হতে পারে একাধিক, তাদের নিয়েই ঢেলে সাজানো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।