Scores

বিপিএলে বাড়তি লক্ষ্য বিজয়ের

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন এনামুল হক বিজয়। তবে ২০১৫ বিশ্বকাপে পাওয়া চোট বদলে দিয়েছে তার ক্যারিয়ার। এখন দলে অনিয়মিত তিনি। আবার জাতীয় দলে থিতু হতে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন বিজয়।

৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি বিজয়। ৩৮ ওয়ানডের সাথে ১৩টি টি-টোয়েন্টি ও মোটে ৪ টেস্টে মাঠে নেমেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যেখানে কুঁড়ি ওভারের ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০১৫ সালে। টেস্ট খেলেছেন তারও এক বছর আগে।

Also Read - ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করল পাকিস্তান


ওয়ানডেতেও নিয়মিত নন বিজয়। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েন তিনি। এরপর আবার এই ফরম্যাটে সুযোগ পেয়েছেন ৩ বছর পর অর্থাৎ ২০১৮ সালে। সে বছর ৭টি ওয়ানডে এবং ২০১৯ সালে বাংলাদেশের হয়ে একটি মাত্র ম্যাচ খেলে আবার দল থেকে বাদ পড়েন বিজয়।

বর্তমানে জাতীয় দলে হারানো জায়গা ফিরে পেতে মরিয়া এই টপ অর্ডার ব্যাটসম্যান। যেখানে বিপিএলে ভালো করে জাতীয় দলে ফেরার ছাড়পত্র নিতে চান তিনি। সম্প্রতি বিডিক্রিকটাইমের ভিডিও আড্ডায় এসে এমনটাই জানান বিজয়।

ও প্রসঙ্গে বিজয় বলেন, ‘আসলে আমিও খুব মরিয়া ছিলাম যে ভালো করতেই হবে। এই জিনিসটা আমি অনুধাবন করতে পেরেছি। বিপিএলেও এই জিনিসটা আমার ব্যতিক্রম ঘটেনি। খুব মরিয়াভাবে শেষ দুই বছর চেষ্টা করছি যে আমাকে জাতীয় দলে আসতে হলে কিছু একটা করতে হবে।’

নিজের সামর্থ্যের উপর পূর্ণ আস্থা আছে বিজয়ের, ‘আমি এখন অনুধাবন করছি যে আমার সামর্থ্য আছে। এর জন্য আমি নিজেকে প্রস্তুত রাখছি। বিপিএল একটা মাধ্যম আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য। আমি যদি বিপিএলে ভালো করতে পারি তাহলে আবার ফিরতে পারবো।’

‘এই বছরের বিপিএলে বাড়তি লক্ষ্য রাখছি। আমার যা করা উচিৎ আমি সেভাবে চেষ্টা করবো। নিজের স্বভাবজাত খেলা খেলে আবার জাতীয় দলে আসতে পারি সেই চেষ্টা থাকবে। জাতীয় দলে ঢোকার পর ভবিষ্যতে যেন আর কোন সমস্যা না হয়।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কষ্ট হলেও দিনটা ‘স্পেশাল’ বিজয়ের কাছে

আম্পায়ারকে বোকা বানিয়ে উইকেট আদায় করেছিলেন বিজয়

বিজয়ের স্বপ্নের হিরো সাকিব

রশিদের মতো ‘বিপ্লব’ ঘটিয়েছেন মুস্তাফিজ!

সৌম্যর আরও পড়ালেখা করা উচিত : বিজয়