Scores

বিপিএলে ভালো কিছু করতে চান সিলেট অধিনায়ক

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির পঞ্চম আসর। গত চার আসরে টুর্নামেন্টের শুরুতে ভিন্নতা না থাকলেও, এবারের আসরে ভিন্নতা এনেছে বিসিবি। গত চার আসরে উদ্বোধনী ম্যাচ ঢাকা দিয়ে আরম্ভ হলেও এবারের আসরে কিছুটা ব্যতিক্রম।

বিপিএলে ভালো কিছু করতে চান সিলেট অধিনায়ক

প্রথমবারের মতো বিপিএলের কোন ম্যাচ আয়োজন করতে চলেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শেষবার এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএলে সিলেট স্টেডিয়ামের অভিষেকের পাশাপাশি এক আসর শেষে নতুন আঙ্গিকে বিপিএলে ফিরেছে সিলেট দল।

Also Read - নিজ বিভাগের হয়ে খেলাকে মায়ের রান্নার সাথে মুশফিকের তুলনা


চতুর্থ আসরে দলের ক্রিকেটারদের পাওনা টাকা-জনিত সমস্যার কারণে এক আসর পর আবারো বিপিএলে ফিরেছে দলটি। নতুন করে দলটির নামকরণ করা হয়েছে সিলেট সিক্সার্স। বিপিএলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের যাত্রা শুরু করবে দলটি।

ঢাকার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে সিলেট সিক্সার্স। তবে দলে ভিড়ায়নি নামীদামী ক্রিকেটার। দেশীয় ক্রিকেটারদের মধ্যে দলে রয়েছেন নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, কামরুল হাসান এবং নুরুল হাসানের মতো ক্রিকেটাররা।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে নেই তেমন নামকরা ক্রিকেটাররা। তবে তবুও আশাবাদী বিপিএলে ভালো করবে সিলেট। বিপিএলের জন্য নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট সিক্সার্স। এবারের আসরে সিলেটের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ২৫ বছর বয়সী অল-রাউন্ডার নাসির হোসেন। তবে অধিনায়ক হিসেবে রেকর্ড তেমন সুমধুর নয় নাসিরের।

বিপিএলে শেষবার অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন ২০১৩ এবং ২০১৫ সালে। রংপুরের হয়ে ২০১৩ সালে ঢাকার বিপক্ষে একটি এবং ২০১৫ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন নাসির। তবে দু’টিতেই হেরেছিল তার দল।

এবারের আসরে পুরোদমে একটি দায়িত্ব পালন করবেন নাসির। তবে অধিনায়কত্বকে চাপ না মনে করে বরং সেটি সবসময় উপভোগই করেন বলে জানিয়েছেন এই অভিজ্ঞ অল-রাউন্ডার।

“অবশ্যই ভালো লাগছে। অধিনায়কত্ব সব সময় উপভোগ করি। এর আগেও কিছু ম্যাচে অধিনায়কত্ব করেছি। এটা তাই বাড়তি কিছু নয়। এটা আমাদের ঘরের মাঠ, সিলেটে খেলা। দর্শকেরা আমাদের পক্ষে থাকবে। পাশাপাশি চাপেও থাকব। খেলায় তো এসব থাকবেই। আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলার। ভালো খেললে ফল আমাদের পক্ষে আসবে।”

আরো পড়ুনঃ নিজ বিভাগের হয়ে খেলাকে মায়ের রান্নার সাথে মুশফিকের তুলনা

Related Articles

রংপুরকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন নাসির

নাসিরের ফিফটি; শুভাগতর স্পিন জাদু

অপুর স্পিন ভেল্কিতে ম্লান নাসিরের অলরাউন্ড পারফর্ম

ব্যাটিংয়েও সেরা, বোলিংয়েও সেরা নাসির

শতকের পর বল হাতেও বিধ্বংসী নাসির