Scores

বিপিএল ইস্যুতে যে দাবি তুলে ধরলেন মুশফিক

কয়েকদফা দাবি নিয়ে আজ মিরপুরে একত্র হয়েছিল ক্রিকেটাররা। মোট এগারো দফা নিয়ে হাজির হয়েছিল ক্রিকেটাররা। এ দাবি গুলোতে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও। বিপিএলে গ্রেড ও স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দাবি তুলে ধরেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মুশফিকুর রহিম

এবারের বিপিএলে থাকছে না কোন ফ্র্যাঞ্চাইজি। মূলত বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল আয়োজনের পুরো দায়িত্ব বিসিবিই হাতে নিয়েছে। যার কারণে এ আসরে থাকছে না কোন ফ্র্যাঞ্চাইজি। দল থেকে সবকিছুই নির্ধারণ করে দিবে বিসিবি। ক্রিকেটারদের তৃতীয় দাবি ছিল বিপিএল যেন আগের নিয়মেই অনুষ্ঠিত হয়। আর সেই দাবি তুলে ধরেছেন মুশফিক।

Also Read - ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাড়ানোর দাবি


“আমাদের তৃতীয় দাবি বিপিএল নিয়ে। এ বছর বিপিএল অন্য নিয়মে হচ্ছে, একে আমরা শ্রদ্ধা করি। মূল দাবি- আগে যেভাবে বিপিএল হয়েছে তা যেন আগামীবার থেকে আবার আসে।”

তিনি আরও যোগ করেন, “ক্রিকেটাররা ড্রাফটে কোন গ্রেডে থাকবে তা যেন নিজে নিশ্চিত করতে পারে। এরপর কেউ ড্রাফটে না নিলে সেটা তাদের বিষয়। কিন্তু নিজেদের গ্রেডটা যেন নিজে পছন্দ করতে পারে।”

বিপিএলে বরাবরই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে মনে অসন্তোষ থাকে। বিপিএলের প্রত্যেক আসরেই ন্যায্য মূল্য পাননা স্থানীয় ক্রিকেটাররা। সে তুলনায় বিদেশি ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হয়। সে দাবিও তুলে ধরেছেন মুশফিক।

“স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিকে যেন বিদেশিদের সাথে সামঞ্জস্য থাকে। এটা কখনোই দেখিনি আমরা। বিদেশিদের অনেক পারিশ্রমিক দেওয়া হয়, লোকালরা সেভাবে পায় না। তাই নিশ্চিত করতে হবে- দেশি ক্রিকেটাররা যেন যোগ্য পারিশ্রমিক পায়।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্টনিয়ারের সাথে চুক্তি বাড়ালো বিসিবি

রাসেলকে আর সফল হতে দিবেন না রানা

মুশফিকদের অনুশীলনের জন্য নতুন মাঠ, বসানো হচ্ছে পিচ

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

‌করোনা রোগীদের সেবায় সাকিবের অ্যাম্বুলেন্স