
বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি২০ এর চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে এবছরের ৪ নভেম্বর থেকে। এবার সাত দল খেলবে এই আসরে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঢাকা ডায়নামাইটস অন্যতম।
এবারের বিপিএলে শক্তিশালী দল বানিয়েছে ঢাকা ডায়নামাইটস, সম্ভবত সব দলগুলোর মধ্যেই শক্তিশালী। বিপিএলে আবারও ঢাকায় সাকিব আল হাসান, এবার ডায়নামাইটসে। তাঁকে দলের আইকন হিসেবে নেওয়া হয়েছে। বর্তমানে টি২০ ক্রিকেটে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট-শিকারি তিনি। বর্তমান সময়ে এই ফরম্যাটে অন্যতম সেরা অলরাউন্ডার তিনি।
গতবারের আসর থেকে এবার স্থানীয়দের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেনকে রেখে দিয়েছে ঢাকা। তাদের অলরাউন্ড পারফর্ম্যান্স দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সোহরাওয়ার্দি শুভ, সানজামুল ইসলাম, মোহাম্মদ শহীদ ও মেহেদী মারুফের মতো ঘরোয়া লিগের পারফর্মাররা দলে আছেন।
গতবারের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে দলে রেখে দিয়েছে ঢাকা। এবার দলে প্রিয় বন্ধু মাহেলা জয়াবর্ধনেকে পাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজ দেশ শ্রীলঙ্কার জন্য এই দুই লঙ্কান বিরল অবদান রেখেছেন। সাঙ্গা-মাহেলা জুটি সেরা ছিলো। এই দুই কিংবদন্তীর দিকে চোখ থাকবে ভক্তদের।
ঢাকার হয়ে বিপিএল মাতাবেন চ্যাম্পিয়ন ডোয়েন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্রাভো টি২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। সাকিবসহ তিনি ও রাসেল বর্তমানে টি২০ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। এই দুই ওয়েস্ট ইন্ডিয়াম সতীর্থ হিসেব্র এভিন লুইসকে পাবে। লুইস গত আসরের বিপিএলের একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন, সেটি তাও ঢাকার বিপক্ষেই।
ঢাকা দলে আছেন ইংল্যান্ডের রবি বোপারা। বোপারার ঝুলিতে অনেক টি২০ অভিজ্ঞতা আছে এবং এর আগেও বিপিএল খেলেছেন। এছাড়া, দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল ও শ্রীলঙ্কার সেকুগে প্রসন্নও আছেন দলে।
এই শক্তিশালী দল নিয়ে ঢাকার ভক্তরা বিশেষ কিছু আশা করতেই পারে।
ঢাকা ডায়নামাইটসঃ
দেশিঃ সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দি শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার।
বিদেশিঃ কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, সেকুগে প্রসন্ন, ওয়েন পারনেল, ওসামা মীর।
-রাফিন, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম