Scores

“বিপিএল নিউজিল্যান্ড সিরিজের আদর্শ প্রস্তুতি নয়”

আরও একটি নিউজিল্যান্ড সফর, আবারও একগাদা দুঃস্মৃতি। ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও বাংলাদেশের ম্লান পারফরম্যান্স। চলমান হ্যামিল্টন টেস্টে বাংলাদেশ যেন এখন শুধু হারের প্রহর গুনছে।

“বিপিএল নিউজিল্যান্ড সিরিজের আদর্শ প্রস্তুতি নয়”

বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে এসেছিল এর আগেও। কিউইদের মাটিতে টাইগাররা কখনই ভালো করতে পারেনি। কিন্তু অতীত ভুলের শিক্ষা কিংবা অভিজ্ঞতাটুকু উধাও হয়ে গেল কোথায়? এমন প্রশ্ন ঘুরাফেরা করছে ক্রিকেট অঙ্গনে।

Also Read - ভিডিওঃ ২৯ বলে জিয়ার ৭২ রানের তান্ডব


তবে বাংলাদেশ দলের স্পিচ বোলিং কোচ সুনীল জোশি মনে করেন, নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ভালো প্রস্তুতি হয়নি।

সফরে দুই দলের মধ্যে লড়াই হল ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। অথচ এখানে আসার আগে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল নিয়ে। জোশি মনে করেন, বিপিএল নিউজিল্যান্ড সফরের আদর্শ প্রস্তুতি হয়ে উঠতে পারেনি।

তিনি বলেন, ‘আপনি যদি এখানকার মাঠের কন্ডিশন দেখেন… আমাদের এখানে আসার আগে ভালো প্রস্তুতির দরকার ছিল। এখানে আসার আগে জাতীয় দলের ক্রিকেটাররা সবাই বিপিএল খেলায় ব্যস্ত ছিল, যেটা কিনা একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট।’

নিউজিল্যান্ড সফরের আগে ছাত্ররা ভালো প্রস্তুতি না নেওয়ার কারণে কাউকে অবশ্য দোষারোপ করছেন না সুনীল জোশি। তবে আক্ষেপ তো ঝরলই! একইসাথে ক্রিকেটাররাও চাইলে নিউজিল্যান্ডের কন্ডিশনে সহজে মানিয়ে নিতে পারতেন বলে মনে করেন তিনি।

জোশির ভাষ্য, ‘আমি দোষ দিচ্ছি না। তবে বিপিএল নিউজিল্যান্ড সিরিজের আদর্শ প্রস্তুতি নয়। আমরা অভিযোগ করছি না। বিষয়টি ব্যক্তির উপর অনেকাংশে নির্ভরশীল।’

ক্রিকেটাররা চাইলে যে কন্ডিশনের সাথে দ্রুত খাপ খাইয়ে নেওয়া সম্ভব, সেই উদাহরণ যোশি রাখলেন তামিমের মাধ্যমে। হ্যামিল্টন সিরিজে তামিমের চওড়া ব্যাটের উদাহরণ দেখিয়ে তিনি বলেন, ‘দেখুন তামিম কী করেছে। ও তো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। তাই না? কন্ডিশনে মানিয়ে নেওয়ার ব্যাপারটি খেলোয়াড়ের উপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে ক্রিকেটাররা বিষয়টিকে কিভাবে দেখছে, কিভাবে নিজেদের প্রস্তুত করছে, কিভাবে নিজের মানসিকতায় বদল আনছে…’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল ছাড়া ২০২০ শেষ হতে দেখতে চান না সৌরভ

ক্রিকেট মাঠে ফেরায় টুইটারে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস

হাঁটু গেঁড়ে প্রতিবাদের মাধ্যমে মাঠে ফিরল ক্রিকেট

সাউদাম্পটন টেস্ট : প্রত্যাবর্তনের প্রথম দিন বৃষ্টির নিয়ন্ত্রণে

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে পাঁচটি নিয়মে পরিবর্তন