SCORE

সর্বশেষ

‘বিপিএল নিয়ে ততটা আলোচনা এখানে হয় না’

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ছাড়াও আসরে অংশ নিচ্ছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান- যিনি খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।

shakib সাকিব

গত আসর দুটির মতো এবারও এই দুজনই আইপিএলে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের। তবে হতাশার ব্যাপার, বাংলাদেশের চেয়ে ক্রিকেটে যোজন যোজন পিছিয়ে থাকা আফগানিস্তানের চারজন ক্রিকেটার এবার অংশ নিচ্ছেন আইপিএলে। শুধু অংশ নেওয়াতেই নয়, আফগানরা এগিয়ে ছিলেন নিলামেও। বাংলাদেশের ছয়জন ক্রিকেটার নিলামে ডাক পাওয়ার বিপরীতে ছিলেন দশজন আফগান ক্রিকেটার।

Also Read - শুরু হলো প্রাইম ব্যাংক স্বাধীনতা টি২০ ক্রিকেট সিরিজ

কেন এমন হচ্ছে? এই প্রশ্নের জবাবে সাকিব দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোকে বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা যত বেশি জায়গায় যত বেশি ক্রিকেট খেলবে, ততই তাদের জন্য সুযোগ সৃষ্টি হবে। ওই সব লিগে নজর কাড়তে পারলে আমি নিশ্চিত, আইপিএলে আমাদের ক্রিকেটাররা আরও বেশি খেলতে পারবে।’

সাকিবের মতে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেই আইপিএলের মতো বড় আসরের কর্তাদের নজরে পড়েন আফগানরা, যা করতে পারে না বাংলাদেশ, ‘আফগানিস্তানের খেলোয়াড়দের কথাই ধরুন। তাদের চারজন খেলোয়াড় কীভাবে আইপিএলে সুযোগ পায়? কারণ, অন্যান্য লিগে খেলে টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে তাদের নাম হয়ে গেছে। ফ্র্যাঞ্চাইজি লিগের কোচরা তাদের খেলা দেখে, খোঁজখবর রাখে। সে জন্যই তো! একজন চোটে পড়ার পরও এখন আফগানিস্তানের তিনজন খেলোয়াড় আছে আইপিএলে।’

বাংলাদেশেরও তো ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে- বিপিএল। বিপিএল কি এড়িয়ে যায় আইপিএলের কোচদের চোখ? সাকিবের ভাষ্য, ‘সত্যি বলতে কী, বিপিএল নিয়ে ততটা আলোচনা এখানে হয় না। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের খেলোয়াড়ই বেশি আইপিএলে। ওরা তো তেমন একটা বিপিএলে যায় না, সে জন্য তাদের আগ্রহ কম। দু-একজন যাও টুকটাক খোঁজখবর নেয়, সেটা হয়তো এমনিতেই। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কানদের বিপিএল নিয়ে ভালো আগ্রহ আছে।’

আরও পড়ুনঃ ‘পারফরম্যান্স ভালো ছিল না হয়ত, তাই বাদ পড়ছি’

Related Articles

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ

১০০ বলের ফরম্যাটের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড

আইপিএল খেলে যাবেন ডি ভিলিয়ার্স