বিপিএল মাতাতে আসছেন ওয়াটসন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে চলতি বছরের শেষদিকে। আসন্ন আসরটিকে সামনে রেখে এরইমধ্যে দল সাজানোর কাজে লেগে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসনকে দলে ভেড়াল খুলনা টাইটান্স।
যার ফলে প্রথমবারের মতো বিপিএলের আসরে খেলতে দেখা যাবে এ অজি তারকা ক্রিকেটারকে। ৩৮ বছর-বয়সী ওয়াটসনকে বিপিএল ২০১৯-২০ আসরের জন্য দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে ওয়াটসন বেশ কার্যকরী এক অলরাউন্ডার। বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল, সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে রয়েছে তার খেলার অভিজ্ঞতা। ২০১৬ সালে জাতীয় দল থেকে নিয়েছেন অবসর। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও এসকল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আসরগুলোতে অংশ নিচ্ছেন তিনি নিয়মিতই। এবার বিপিএল মাতাতেও তিনি আসছেন বাংলাদেশে।
Proudly presenting to you the new TITAN in town! ?
@ShaneRWatson33 is one of the ‘direct overseas ✈️ signings’ of #Khulna #Titans for BPL season 2019-20. ?✊
Like, comment and share – spread the word around Cricket Crazy Fans of the Titans!!! ?#cricketcrazytitans #BPLT20 pic.twitter.com/VenMqBpGXA— Khulna Titans (@khulnatitans) July 18, 2019
টি-টোয়েন্টি ক্যারিয়ারে বেশ অভিজ্ঞ এ ক্রিকেটার। ইতোমধ্যে অংশ নিয়েছেন ৩১৬টি ম্যাচে! ৩০৮ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৮ হাজার ১৮২ রান। গড় ২৯.৭৫। স্ট্রাইক রেট ১৩৮.৭৪। এ রান সংগ্রহ করার পথে তিনি হাঁকিয়েছেন ৬টি শতক। তাছাড়া তার নামের পাশে রয়েছে ৪৮টি অর্ধশতকের ইনিংসও! তার ক্যারিয়ার সেরা ইনিংস অপরাজিত ১২৪ রান।
ক্রিকেটের ছোট্ট এ ফরম্যাটে ব্যাট হাতে তিনি যতটা কার্যকরী বল হাতেও ততটা। ২৩১ ইনিংসে হাত ঘুরিয়ে নিজের ঝুলিতে এখনো পর্যন্ত জমা করেছেন ২১৬ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট শিকারের স্বাদ পাওয়া না হলেও ৪ উইকেট প্রাপ্তির ঘটনা রয়েছে ৩টি। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১৫ রান খরচায় ৪ উইকেট প্রাপ্তি।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।