
শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের অষ্টম আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম র্যাবিটহোল। ম্যাচগুলোর হাইলাইটস দেখা যাবে বিডিক্রিকটাইমে।

আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিপিএল- বাংলাদেশের ক্রিকেট ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে দর্শকদের আস্থার নাম র্যাবিটহোল। করোনার কারণে এবারের বিপিএল মাঠে বসে দেখার সুযোগ নেই। দর্শকদের তাই চোখ রাখতে হবে সম্প্রচার-মাধ্যমে। তাদের জন্য সুখবর নিয়ে এসেছে র্যাবিটহোল।
বিপিএলের প্রতিটি ম্যাচ র্যাবিটহোলের ওয়েবসাইটে সরাসরি উপভোগ করা যাবে। দর্শকরা তাদের পছন্দ অনুযায়ী প্যাকেজ কিনে র্যাবিটহোল সাবস্ক্রাইব করে খেলা দেখতে পারবেন। তবে খেলা দেখা যাবে না ইউটিউবে।
Mark the dates 📌#BPL2022 schedule at a glance pic.twitter.com/9NAVhFEasR
— bdcrictime.com (@BDCricTime) January 14, 2022
সরাসরি খেলা দেখতে না পারলেও দর্শকরা দেখতে পারবেন প্রতিটি ম্যাচের হাইলাইটস। বিপিএলের ম্যাচগুলোর হাইলাইটস দেখা যাবে বিডিক্রিকটাইমে।
শুক্রবার দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের এবারের আসরের পর্দা উঠবে। একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও মিনিস্টার ঢাকা। রাউন্ড রবিন লিগে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় এবার ঢাকার সাথে থাকছে চট্টগ্রাম ও সিলেট।
২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনালসহ বাকি সব ম্যাচের ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।