Scores

দুঃসময় পিছু ছাড়ছে না বিপ্লবের

লেগ স্পিনে তাক লাগানো তরুণ আমিনুল ইসলাম বিপ্লব সহসাই পাচ্ছেন না কোনো সুখবর। ইমার্জিং দলে থাকা এই ক্রিকেটার ছিটকে পড়েছেন চোটের কারণে। তাই এসে গেমসেও মাঠে নামা হচ্ছে না তার।

বিপ্লবের লেগ স্পিনে দিশেহারা সবুজ দল

ইমার্জিং এশিয়া কাপে যে দল খেলেছে, সেটি মূলত অনূর্ধ্ব-২৩ দল, যাকে অলিম্পিক দলও বলা হয়। সেই দলে ছিলেন বিপ্লব। ভারত ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যস্ততা শেষ করেই নেমেছিলেন ইমার্জিং দলের হয়ে।

Also Read - শঙ্কামুক্ত লিটন-নাঈম, বিশ্রামে রিয়াদতবে ইমার্জিং এশিয়া কাপে বিপ্লবের যাত্রা শেষ হয় মাত্র এক ম্যাচ খেলেই। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দল জয় পেলেও বিপ্লব এই ম্যাচের পর মাঠ থেকে ছিটকে পড়েন।

এই চোটের কারণে তার এসএ গেমসেও খেলা হচ্ছে না।

সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমসে ক্রিকেট ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে যে দল খেলেছে, সেটিই যাবে এসএ গেমসে। তবে বিপ্লবের থাকা হচ্ছে না দলের বহরে।

বিপ্লবের চোট এখনো পুরোপুরি সারেনি। তাই এসএ গেমসে খেলতে পারবেন না।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এসএ গেমসের জন্য দল শীঘ্রই যাচ্ছে। সেখানে ইনজুরির কিছু সমস্যা আছে। বিপ্লবকে সেখানে যেতে দেয়া হচ্ছে না। চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি।’

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় বসবে ১৩তম এশিয়ান গেমসের আসর। এবার দীর্ঘ ১০ বছর পর ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বিপ্লবের বাবা, সিট মেলেনি এখনো

সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় বিপ্লব

তিন ফরম্যাটেই নিয়মিত হতে চান বিপ্লব

লিটন-সৌম্য ঝড়ের পর বাংলাদেশের দাপুটে জয়

ওয়ানডে দলের সাথে সিলেট যাচ্ছেন নাঈম-বিপ্লব