Scores

বিমানবন্দর থেকে ফিরে এলেন মুস্তাফিজ

বিমানবন্দর থেকে ফিরে আসতে হল মুস্তাফিজুর রহমানকে। খেলার জন্য পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে ছুটেছিলেন ফ্লাইট ধরার উদ্দেশে। ফ্লাইট ধরার আগমুহূর্তে জানতে পারলেন, এনসিএলের প্রথম রাউন্ডে খেলা হচ্ছে না তার।

 

বিমানবন্দর থেকে ফিরে এলেন মুস্তাফিজ

Also Read - দেশের বাইরে ম্যাচ জিতলে দ্বিগুণ পয়েন্ট কেন নয়!


জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএলের প্রথম রাউন্ড শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল চারটায় ঢাকার বাসা থেকে বের হন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে। সেখান থেকে গন্তব্য যশোর বিমানবন্দর।

তবে বিমানবন্দরে পৌঁছে মুস্তাফিজ জানতে পারেন, এনসিএলের প্রথম রাউন্ডে রংপুরের বিপক্ষে খুলনার ম্যাচটিতে তাকে খেলতে হচ্ছে না। ফলে ফের বিমানবন্দর থেকে ঢাকার বাসায় ফিরে আসেন।

মুস্তাফিজ খেলতে পারবেন না বা খেলবেন না- এটি কেন এত বিলম্বে জানলেন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মুস্তাফিজের ভালোর জন্যই। জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর পরামর্শেই মুস্তাফিজকে এনসিএলের প্রথম রাউন্ড থেকে দূরে রাখছেন নির্বাচকরা।

মুস্তাফিজ এখনো পুরোপুরি চোটমুক্ত নন। সামনে জাতীয় দলের ভারত সফর, সেখানে আছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। দলের সেরা পেসারকে পেতা হলে তার সুস্থ থাকা চাই। চার দিনের ম্যাচ খেললে চোট বাড়ার ঝুঁকি থাকবে। আর তাই এই রাউন্ডে তাকে না খেলানোর সিদ্ধান্ত ফিজিও-নির্বাচকদের, যদিও সিদ্ধান্তটি এসেছে একটু বিলম্বেই।

২১তম জাতীয় লিগের প্রথম ম্যাচের জন্য খুলনা ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। খুলনা ও রংপুরের মধ্যকার প্রথম রাউন্ডের ম্যাচটির ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়াম।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ব্যাটে-বলে জাতীয় লীগের সেরা ক্রিকেটার

ব্যাট হাতে জাতীয় লিগের সেরা পাঁচে নাসির

জাতীয় লিগের প্রথম স্তরে উঠে এল সিলেট

মাঠের ভেতর সতীর্থকে পেটালেন শাহাদাত

এনসিএলে চার ড্রয়ের দিনে আলো ছড়ালেন যারা