Scores

বিরল রেকর্ডে বাংলাদেশকে স্পর্শ করলো অস্ট্রেলিয়া

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতকে ৩৫ রানে হারিয়ে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। বিরাট কোহলিদের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে এই সিরিজ জয় অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে বড় সাফল্য হয়ে এসেছে।

টাইগারদের স্পর্শ করে অস্ট্রেলিয়ার বিরল রেকর্ড

আর এই সাফল্যের সাথে নতুন একটি কীর্তি গড়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে একদিনের ক্রিকেটের পাঁচ ম্যাচের সিরিজে হারের দ্বারপ্রান্তে থেকেও সিরিজ জয়ে শেষ করেছে অজিরা।

Also Read - “আমাদের এই দল বিশ্বকাপও জিততে পারে”

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ভারতই ছিল সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। যদিও তৃতীয় ও চতুর্থ ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অবশ্য পাত্তা পায়নি ভারত। লক্ষ্য খুব একটা কঠিন না হলেও ৩৫ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও সিরিজ জেতার চতুর্থ দৃষ্টান্ত এটি। এর আগে এমন উদাহরণ স্থাপন করেছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে বাংলাদেশ এমনটি দেখিয়েছে একবার, দুইবার দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম কীর্তি অবশ্য দক্ষিণ আফ্রিকারই, বাংলাদেশের নয়। ২০০৩ সালে পাকিস্তান সফররত দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরেছিল স্বাগতিক দলের কাছে। কিন্তু প্রবল বিক্রমে পরের তিনটি ম্যাচ জিতে দলটি ৩-২ ব্যবধানে জয়ে শেষ করে সিরিজ। ২০১৬ সালে ইংল্যান্ডের মাটিতে এমন দৃষ্টান্তর পুনরাবৃত্তি ঘটায় প্রোটিয়ারা। ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থেকেও দক্ষিণ আফ্রিকা জিতে নেয় সিরিজের শেষ তিনটি ম্যাচ।

বাংলাদেশ এই কীর্তি গড়ে ২০০৫ সালে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরে বসেছিল স্বাগতিক দল। তবে টাইগাররা পরের তিনটি ম্যাচেই জয়লাভ করে সিরিজ জিতে নেয়। ২০১৬ সালের আগ পর্যন্ত এই কীর্তি একবার করে ছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়বারের মত এমন ‘অবিশ্বাস্য সিরিজ জয়’ অর্জন করলেও এবার একবার এমন কীর্তি গড়ে বাংলাদেশের পাশে এসে বসেছে অস্ট্রেলিয়া।

Related Articles

মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে খাজা

ফিরে দেখা: ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ

বিশ্বকাপে ফেবারিট নয় অস্ট্রেলিয়া!

বিগ ব্যাশের দলে নেওয়া যাবে ৬ বিদেশি ক্রিকেটার!

স্মিথে মুগ্ধ হয়ে ‘আরামে ঘুমিয়েছেন’ ল্যাঙ্গার!