Scores

বিরাটের মতো লিটনের ব্যাটিং উপভোগ করেন মাশরাফি

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সাথে বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাসের তুলনা করা রীতিমত বাড়াবাড়ির পর্যায়ে পড়ে। ‘নেতা’ হিসেবে নিজের বিদায়ী ম্যাচে এ দুই ক্রিকেটারের তুলনাতে গেলেনও না মাশরাফি বিন মুর্তজা। তবে জানিয়ে দিলেন, বিরাট আর লিটনের ব্যাটিং বেশ উপভোগ করেন তিনি।

বিরাটের মতো লিটনের ব্যাটিং উপভোগ করেন মাশরাফি

কোহলি বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান, আন্তর্জাতিক ক্রিকেটে পাড়ি দিয়েছেন এক যুগ। এদিকে অনেক প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন লিটন। ২০১৫ সালে অভিষেকের পর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে সম্প্রতি নিজের জাত চেনাচ্ছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

Also Read - মাঠ থেকে 'অবসর' নেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন মাশরাফি


জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শতক হাকানোর পর অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচে বিস্ফোরক এক ইনিংস উপহার দেন লিটন। ১৪৩ বলে ১৭৬ রানের ইনিংসটি খেলে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক যান তিনি।

ম্যাচ শেষে লিটনকে পাশে বসিয়ে প্রশংসা বন্যায় ভাসান মাশরাফি, ‘আমার দুজন ব্যাটসম্যানের ব্যাটিং দেখতে সবসময় ভালো লাগে, একটা হচ্ছে বিরাট কোহলি, আরেকটা লিটন। সবসময় বলি, অনেক ভালো খেলোয়াড় আছে। কিন্তু যতক্ষণ উইকেটে থাকে দেখতে ভালো লাগে, আমি লিটনকে এটা অনেক আগে থেকেই বলে আসছি।’

‘আমি যেটা সবসময় বিশ্বাস করি লিটন শুধু যে উইকেটে থেকে খেলা সেটা না, সবসময়ই মোমেন্টাম বদলাতে পারে। লিটন উইকেটে থাকতে পারে, লিটন বড় ইনিংস খেলতে পারে। লিটন সবই পারে। এবং আমার বিশ্বাস যে এখন ও এটা ধরতে পেরেছে। এটা ওর মাথায় চলে এসেছে, সে অভিজ্ঞ হচ্ছে চার- পাঁচ বছর খেলেছে সম্ভবত।’ সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সব ফরম্যাটেই খেলতে চান মুস্তাফিজ

দুজনের বর্ডার-লাইন ‘নেগেটিভ’; আইসোলেশনে ‘১০’ ক্রিকেটার

দলগত অনুশীলন করতে পেরে উৎফুল্ল রিয়াদ

জৈব-সুরক্ষা বলয়ে টাইগারদের প্রথম দিনের অনুশীলন

বাংলাদেশের ব্যাপারে ‘ইতিবাচক সভা’ শ্রীলঙ্কার