Scores

বিশেষ পরিকল্পনা গোপন রাখছেন রোডস

১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থেকে বাংলাদেশ দল এখন প্রস্তুত হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটির জন্য, হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচ শুরু হবে আগামী ১১ নভেম্বর।

বিশেষ পরিকল্পনা গোপন রাখছেন রোডস

সিলেটে প্রথম টেস্টে হারের পর দলের ভুলত্রুটি নিয়ে চলছে আলোচনা, গবেষণা, বিশ্লেষণ। এই ম্যাচে বাংলাদেশ স্বাগতিক হওয়া সত্ত্বেও বেশ কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু ভুল করেছে। কারও মতে, কৌশল ও পরিকল্পনায়ও বাংলাদেশের ঘাটতি ছিল। আর এ কারণে ঢাকা টেস্ট নিয়ে দল কীভাবে ভাবছে, সেটি জানা সম্ভব হয়নি। তার মানে হয়ত পরিকল্পনায়ও আসছে পরিবর্তন!

বুধবার (৭ নভেম্বর) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস জানান, মিরপুরের ম্যাচ নিয়ে নিজেদের বিশেষ পরিকল্পনা উন্মোচন করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমরা এটা (বিশেষ পরিকল্পনা) গোপন রাখবএটা উন্মোচন করার কোনো কারণ আমি দেখি না।’

Also Read - হ্যাটট্রিক করলেন বোল্ট

এক ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে থাকায় ট্রফি হাতছাড়া না করতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই জয় তুলে নেওয়ার লক্ষ্যে অবশ্য কোনো চাপ বোধ করছেন না কোচ। এই টেস্টের পরিকল্পনা সম্পর্কে ধোঁয়াশা রেখে রোডস বলেন, আমরা জেতার জন্য খেলতে চাই এবং আপনারাও আমাদের জয় চানআমি কোনও চাপ অনুভব করছি নাকিন্তু অপেক্ষায় থাকব, দেখা যাক দ্বিতীয় টেস্টের পরিকল্পনা কী।’

তবে দুঃসময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে তার শিষ্যরা কতটা মুখিয়ে আছেন সেটি স্পষ্ট রোডসের কথাতেই। সাংবাদিকদের তিনি বলেন, ‘সবকিছু ঠিক রাখতে ছেলেরা সত্যিই দৃঢ়প্রতিজ্ঞ এবং বাংলাদেশের ড্রেসিংরুমের এই মনোভাব আমি ভালোবাসিতারা আমাকে মাঝেমধ্যে চমক দেয় এবং ঠিক ঘুরে দাঁড়ায়সম্প্রতি ওয়ানডেতে আমরা বেশ কয়েকটি উইকেট হারালেও হঠাৎ করে বড় পার্টনারশিপ দেখতে পেয়েছিআমার বিশ্বাস তারা লড়াই করবে এবং সেটা পরের টেস্ট ম্যাচেই।’

আরও পড়ুন: সৌম্য-সোহানের অর্ধশতক, বিবর্ণ তুষার

Related Articles

১০ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত

টেস্ট ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে জাফর একা নন

নিউজিল্যান্ডের লজ্জার রেকর্ডের ৬৪ বছর পূর্তি

টেস্টের মানসিকতা ওয়ানডেতে ‘ট্রান্সফার’ করার চেষ্টায় সাদমান