Scores

বিশ্বকাপজয়ী কোচকে এবার দেখা যাবে ভারতে!

কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের সাথে চুক্তি বাতিল করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তার পরিবর্তে আনা হয়েছে সদ্য বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেইলিসকে। এছাড়া নিউজিল্যান্ডার ব্রেন্ডন ম্যাককালামকে আবারো দলে ফিরিয়েছে কেকেআর। তবে এবার খেলোয়াড় নয়, কোচ হিসেবে।

ট্রেভর বেইলিস ও ব্রেন্ডন ম্যাককালামের সাথে আবারো চুক্তি করল কলকাতা। গত ৪ বছরের কোচ ক্যালিস ও সাইমন ক্যাটিচকে বাদ দিয়ে আনা হলো তাদেরকে। বেইলিস আগেও কেকেআরের কোচ ছিলেন এবং ম্যাককালাম খেলেছিলেন খেলোয়াড় হিসেবে।

Also Read - "অতিরিক্ত চার রান ফেরত নিতে বলেছিলেন স্টোকস"


বেইলিসের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১১ সালে তার অধীনেই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল শ্রীলঙ্কা। ভারতের কাছে রানার্সআপ হয়েই সেবার সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এবার ইংল্যান্ডের হয়ে ঠিকই শিরোপা জয় করেছেন। কেকেআরের হয়ে আগে কোচ থাকাকালীন শিরোপা জিতেছিলেন ২ বার।

২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত কেকেআরের কোচ ছিলেন বেইলিস। এই অস্ট্রেলিয়ানের সময়েই ফ্র্যাঞ্চাইজিটি দুটি আসরে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল। পরের ৩ আসরেই প্লে-অফ খেলেছিল কিন্তু সর্বশেষ আসরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যায়। এই ব্যর্থতার ফলেই কোচিং স্টাফে পরিবর্তন এনে এই সফল কোচ বেইলিসকে আনছে কেকেআর।

আগামী ১ জুলাই শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ। অ্যাশেজ শেষ হওয়ার পরেই ইংল্যান্ডের দায়িত্ব ছেড়ে কেকেআরে যোগ দেবেন ৫৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।

ম্যাককালাম কেকেআরের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। সাবেক এই কিউই অধিনায়ক তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কলকাতার সাথে। ২০০৮ সালে প্রথম বারের মতো ফ্র্যাঞ্চাইজিটির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেবার খেলোয়াড় হিসেবে ছিলেন। এবার কোচ হিসেবে প্রাক্তন দলে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

রোহিতদের জন্য পুরো ভবনই ভাড়া নিবে মুম্বাই

স্পন্সর নিয়ে ভারতীয়রাই উপহাস করছে আইপিএলকে

ক্ষমা চেয়েও চাকরি ফিরে পেলেন না সঞ্জয়

আইপিএলে স্পন্সর হিসেবে থাকছে না ভিভো

আইপিএলকে ‘না’ বলায় কোনো আক্ষেপ নেই স্টার্কের