বিশ্বকাপজয়ী তামিম-হৃদয়দের কাছে মোহামেডানের পরাজয়
মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন বাংলাদেশকে বিশ্বকাপ এনে দেওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্যরা। বঙ্গবন্ধু ডিপিএলের প্রথম রাউন্ডের খেলায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে দারুণ জয় এনে দিয়েছেন বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়। দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ম্যাচেই পরাজয় দেখেছে শক্তিশালী মোহামেডান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রান জড়ো করে মোহামেডান। দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান মাহমুদুল হাসান লিমন।
Also Read - চার অধিনায়কের ম্যাচে শেষ হাসি তামিমের
২৯ বছর বয়সী লিমন ৫৮ রান করেন। এছাড়া ইরফান সুক্কুর ৪৬, আবদুল মজিদ ৪২, শুভাগত হোম ৩১ ও অভিষেক মিত্র ৩১ রান করেন। শাইনপুকুরের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মোহর শেখ অন্তর ও তানভীর ইসলাম।
জয়ের লক্ষ্যে খেলতে নামা শাইনপুকুর ভালো শুরু পায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেনের ব্যাটে। সাব্বির ২৫ রান করে বিদায় নিলে রবিউল ইসলামের সাথে দেখেশুনে খেলতে থাকেন তামিম।
তবে ৫৯ করে ফিরতে হয় সাজঘরে। ৭৭ বল মোকাবেলায় দলকে এনে দেন সাবধানী শুরু। এরপর তরুণ রবিউল সাজঘরে ফেরেন ৫৪ রান করে। দল একটু চাপে পড়ে গেলে চাপ সামলানোর দায়িত্ব নেন তামিমের মত বিশ্বকাপ জেতা তৌহিদ হৃদয়।
আরেক তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে হৃদয় দেখেশুনে খেলে যান। পূর্ণ করেন অর্ধ-শতকও। যদিও এরপর বিদায় নিতে হয় তাকেও। ৭৯ বলে ৫০ রান করে হৃদয় আউট হওয়ার পরপরই সাজঘরে ফেরেন অঙ্কন, ৪৭ বলে ৪৯ রান করে।
শেষদিকে নাটকীয় মোড় নেয় ম্যাচ। তবে সাজ্জাদ হক রিপনের ১০ ও রবিউল হকের ৫ রানের ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান ২৫৭/৮ (৫০ ওভার)
লিমন ৫৮, ইরফান ৪৬, মজিদ ৪২, শুভাগত ৩১
তানভীর ৪৪/২, মোহর ৪৬/২
শাইনপুকুর ২৫৮/৫ (৪৯\৩ ওভার)
তানজিদ তামিম ৫৯, রবিউল ৫৪, তৌহিদ হৃদয় ৫০, অঙ্কন ৪৯
লিমন ২০/১, রনি ৪৩/১, রাহী ৪৩/১
ফল: শাইনপুকুর ৫ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।