Scores

বিশ্বকাপজয়ী যুবাদের জন্য বিসিবির ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

দেশের ক্রীড়াঙ্গনকে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেওয়া আকবর আলীরা পেলেন বড় পুরস্কার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের ভবিষ্যতের কথা ভেবে ‘স্থায়ীভাবে’ তাদের পুরস্কৃত করার ভাবনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপজয়ী দলটির ক্রিকেটারদের বীমা করেছে বিসিবি।

বিশ্বকাপজয়ী যুবাদের জন্য বিসিবির ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

এতদিন বোর্ড বীমা করত চুক্তির আওতাধীন ক্রিকেটারদের, অর্থাৎ যারা কেন্দ্রীয় চুক্তি বা প্রথম শ্রেণির চুক্তিতে রয়েছেন। আনুষ্ঠানিকভাবে যুবাদের সাথে কোনো চুক্তি না থাকলেও বিশ্বকাপ জয়ের পর দুই বছর প্রত্যেককে মাসিক ১ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়। এবার তাদের নামে জীবন ও স্বাস্থ্য বীমাও করল বিসিবি।

Also Read - সবাইকে ঘরে থাকতে বলে নিজেই লকডাউন ভাঙলেন শোয়েবকেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের সমমানের না হলেও যুবাদের জীবন বীমার অঙ্ক প্রথম শ্রেণির ক্রিকেটারদের মতই- ২৫ লাখ টাকার। কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জীবন বীমার ক্ষেত্রে টাকার অঙ্ক দ্বিগুণ। অবশ্য বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল ও এস এম মেহরাবের বয়স এখনো ১৮ না হওয়ায় তাদের জীবন বীমার অঙ্ক ১০ লাখ টাকা।

স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যুবাদের সবারই প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সমান; হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার (ইন-পেশেন্ট) ক্ষেত্রে ৩ লক্ষ টাকা ও হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসার (আউট-পেশেন্ট) ক্ষেত্রে ৫০ হাজার টাকা।

বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের ইনস্যুরেন্স বা বীমা করার ঘটনা দেশের ক্রিকেটে এবারই প্রথম। মূলত মাসিক পারিশ্রমিক পাওয়ার অনানুষ্ঠানিক চুক্তির আওতায় আসার মাধ্যমেই বীমার আওতায় এসেছেন বিশ্ব জয় করা তরুণ ক্রিকেটাররা।

এ বিষয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠকে বলেন, ‘এমনও তো হতে পারত যে ওরা চ্যাম্পিয়নই হয়নি। সে ক্ষেত্রেও দলটির কারো কারো ইনস্যুরেন্সের আওতায় আসার সুযোগ থাকত। হয়তো এদের মধ্যে চার-পাঁচজন প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতেও চলে আসতে পারত। বয়সভিত্তিক দলের সবার ইনস্যুরেন্স করানোর ঘটনা বাংলাদেশে এই প্রথম। ওরা বিশ্বকাপ জিতে ফেরার পরই তো ঘোষণা দেওয়া হয় পরবর্তী দুই বছর ওরা মাসে এক লাখ টাকা করে বেতন পাবে। বিসিবিতে চুক্তিভুক্ত খেলোয়াড়দেরই কেবল ইনস্যুরেন্স হয়।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

করোনার কারণে স্থগিত যুবাদের সিরিজ

অনূর্ধ্ব-১৯ দলের আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

ভারতে আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা

পেসে গুরুত্ব দেওয়ার আগে উপযুক্ত উইকেট চান তালহা

আকবরদের মত ম্যাচ খেলার অভিজ্ঞতা চায় অনূর্ধ্ব-১৯ দল