Scores

বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন মালিঙ্গা!

কথা ছিল দেশের হয়ে বিশ্বকাপ খেলে এরপরই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে লাসিথ মালিঙ্গার সম্ভবত বিশ্বকাপ খেলা হচ্ছে না। কারণ, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন মালিঙ্গা!

শ্রীলঙ্কার এই গতি তারকা দীর্ঘ সময় দলে ব্রাত্য থাকলেও সাম্প্রতিক সময়ে তার উপর আস্থা ফিরে পেয়েছিল বোর্ড। যার কারণে দেওয়া হয়েছিল একদিনের ক্রিকেটের নেতৃত্বের ভারও। যদিও বিশ্বকাপে মালিঙ্গার কাঁধে ভার ন্যস্ত করা হয়নি। গত বুধবার (১৭ এপ্রিল) বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় দিমুথ করুনারত্নেকে, যিনি কি না সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বিশ্বকাপে!

Also Read - শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা


 

মালিঙ্গা সম্ভবত এই অভিমানেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ প্রসঙ্গে এখনও কিছু না বললেও শ্রীলঙ্কার প্রথম সারির ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক বার্তায় তিনি দিয়েছেন ‘আর কখনও মাঠে না নামা’র আভাস।

হোয়াইটসঅ্যাপ বার্তায় মালিঙ্গা বলেন-

‘মাঠে হয়তো আর আমাদের দেখা হবে না। যারা আমার পাশে ছিলেন এবং সমর্থন জুগিয়েছেন তাদের ধন্যবাদ। সবার প্রতি আশীর্বাদ রইল।’

৪ বছর ধরে ওয়ানডে না খেলা করুনারত্নে বিতর্কিত হয়েছিল মদ্যপ অবস্থায় গালি চালিয়ে দুর্ঘটনা করেও। তবুও বোর্ড তার উপরই আস্থা রাখায় সম্ভবত অপমানিত বোধ করেছেন অধিনায়কের পদ থেকে ছাঁটাই হওয়া মালিঙ্গা। যদিও তার নেতৃত্বে দল মোটেও সফল ছিল না। ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ১টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছিলেন মালিঙ্গা, হেরেছেন বাকি ১৩টি ম্যাচেই।

 

মালিঙ্গা অবসরের আভাস দিলেও বোর্ড অবশ্য তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে। তবে মালিঙ্গা যদি অবসরের ঘোষণা দিয়েই ফেলেন সেক্ষেত্রে খোঁজা হবে তার বিকল্প।

এ বিষয়ে লঙ্কান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জানি না সে ঐ বার্তায় কী বুঝিয়েছে। মালিঙ্গার বোঝা উচিত দলপতির চেয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বেশি গুরুত্বপূর্ণ। যদি ও শেষ মুহূর্তে না খেলার সিদ্ধান্ত নেয়, তা হলে আমরা আরেক খেলোয়াড় প্রস্তুত রাখব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

সাকিবও বলছেন— মাশরাফির নিষ্প্রভতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ

নিজের জন্য নয়, দেশের জন্যই খেলি: সাকিব

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!